• পুঞ্চার মোহনগোড়ায় উলটপুরাণ, নেতাদের দৃষ্টি আকর্ষণে ভোটারদেরই দেওয়াল লিখন
    বর্তমান | ০১ মে ২০২৪
  • সংবাদদাতা, মানবাজার: নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল তো দেওয়াল লিখন করেই থাকে। কিন্তু এবার ব্যতিক্রমী ঘটনা ঘটল পুরুলিয়ার পুঞ্চা ব্লকের মোহনগোড়া গ্রাম পঞ্চায়েতে। গ্রামের মূল রাস্তা বেহাল। নলকূপের দাবি মেটেনি। প্রশাসনের কাছে সমস্যার কথা জানিয়েও সুরাহা হয়নি। তাই লোকসভা নির্বাচনের আগে নিজেদের দাবির বিষয়ে দেওয়াল লিখন শুরু করলেন ওই গ্রামের ভোটাররাই। নেতারা গ্রামে ভোট চাইতে এলে যাতে তাঁদের দৃষ্টি আকর্ষণ করা যায়, সেজন্যই এই অভিনব উদ্যোগ বলে গ্রামবাসীরা জানিয়েছেন।

    পুঞ্চা গ্রাম পঞ্চায়েতের মোহনগোড়া গ্রামে প্রায় ৭০টি আদিবাসী পরিবারের বাস। পুঞ্চা-লালপুর রাজ্য সড়কের দামোদরপুর মোড় থেকে ওই গ্রামে সহজে যাওয়া যায়। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, গ্রামে ঢোকার মূল রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। এমনিতেই কাঁচা রাস্তা, তার উপর আবার খানাখন্দে ভরা। ফলে সেখান দিয়ে যাতায়াতে চরম ভোগান্তি হয়। বর্ষাকালে সেই সমস্যা আরও বাড়ে। তখন পুরো রাস্তা কাদায় ভরে যায়। এছাড়া, মোহনগোড়া থেকে বাধবহাল গ্রাম পর্যন্ত রাস্তা ঢালাই করার দাবি তুলেছেন স্থানীয়রা। গ্রামবাসীরা জানালেন, সমস্যার কথা পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনে পর্যন্ত জানানো হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই এবার নির্বাচনের আগে মানুষের দাবি সবার নজরে আনতে দেওয়াল লিখন শুরু হয়েছে। গ্রামের বিভিন্ন মাটির বাড়ির দেওয়ালে বড় বড় হরফে বিভিন্ন দাবি লেখা রয়েছে। মোহনগোড়ার বাসিন্দাদের দাবি, গ্রামে পুকুর ও স্নানঘাট নির্মাণ করতে হবে। গ্রামের রাস্তা ঢালাই করার পাশাপাশি ফুটবল মাঠে নলকূপ বসাতে হবে। সেইসঙ্গে মোহনগোড়ায় জাহের স্থান নির্মাণ ও গ্রামবাসীদের জমি মিউটেশনের দাবিও তোলা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, অন্য সময় নেতারা গ্রামে আসেন না। ভোটের আগে প্রচার করতে আসেন। তাই এলাকার মানুষের দাবি যাতে নেতাদের নজরে পড়ে, সেজন্যই গ্রামের দেওয়ালে লেখা হয়েছে। এবিষয়ে পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি অনিলবরণ সহিস বলেন, সেখানে অনেক উন্নয়নমূলক কাজ করা হয়েছে। গ্রামবাসীদের আরও কিছু দাবি থাকলে তা তাঁরা আগে জানাননি। ভোট মিটলেই তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।  পুঞ্চা ব্লকের মোহনগোড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় দেওয়াল লিখন।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)