• ইরান পুলিসের অত্যাচারেই মৃত্যু নিকার, দাবি রিপোর্টে
    বর্তমান | ০১ মে ২০২৪
  • তেহরান: হিজাব বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিল নিকা শাকারামি। বয়স ছিল মাত্র ১৬। আন্দোলন চলাকালীনই আচমকা গায়েব হয়ে যায় ওই কিশোরী। ন’দিন পর উদ্ধার হয় তাঁর মৃতদেহ। ইরান সরকার সে সময় জানায়, আন্দোলনের সঙ্গে এই মৃত্যুর কোনও যোগ নেই। আত্মহত্যা করেছে মেয়েটি। সারা দেশে প্রশ্ন ওঠে, আচমকা কেন আত্মহত্যার পথ বেছে নিল নিকা? সেই উত্তর মিলল সম্প্রতি প্রকাশিত এক গোপন রিপোর্টে। জানা গেল, আসল ঘটনা ধামাচাপা দিয়েছিল ইরান প্রশাসন। আত্মহত্যা নয়, অবর্ণনীয় নির্যাতনের কারণে মৃত্যু হয়েছিল তার। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, কোনও সিনিয়র আধিকারিক আসল সত্য লুকাতে চেয়েছিলেন। ইরান যদিও এই নথিকে ‘ভুয়ো’ বলে দাবি করেছে। সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এই রিপোর্ট। ‘অত্যন্ত গোপন’ বলে প্রতিবেদনটিকে উল্লেখ করা হয়েছে। রিপোর্ট থেকে জানা যায়, আন্দোলন করার সময় তাকে তুলে নিয়ে যায় ইরানের প্রতিরক্ষা বাহিনীর আধিকারিকরা। একটি ভ্যানের পিছনে মুখবন্ধ করে ফেলে রাখা হয়। ছটফট করছিল মেয়েটি। শান্ত করার জন্য তাকে অজ্ঞান করার ওষুধ দেওয়া হয়েছিল। তারপর আধিকারিকরা যৌন নির্যাতন করে তাকে। রাস্তায় ফেলে অত্যাচারও করা হয়। ১২ জন আধিকারিক এই ঘটনায় শামিল ছিলেন বলে অভিযোগ ওই গোপন নথিতে। 
  • Link to this news (বর্তমান)