• ট্রাকে ধাক্কা গাড়ির, ছত্তিশগড়ে তিন শিশু সহ ১০ জনের মৃত্যু
    বর্তমান | ৩০ এপ্রিল ২০২৪
  • রায়পুর: রবিবার রাতে ছত্তিশগড়ের বেমেতারায় ভয়াবহ দুর্ঘটনা।  কাঠিয়া গ্রামের কাছে জাতীয় সড়কে একটি গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিশু। আহত ২৩। জখমদের প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক থাকায় তাদের রায়পুর এইমসে স্থানান্তরিত করা হয়। পুলিস জানিয়েছে, একটি পারিবারিক অনুষ্ঠান থেকে ট্রাকে চড়ে ফিরছিল পাথাররা গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা। এরইমধ্যে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরে ট্রাকটি উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বেমেতারার বিধায়ক, জেলাশাসক, এসপি সহ প্রশাসনিক কর্তারা। রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এই প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। মৃতের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন।  আহতদের যথাযথ চিকিৎসার জন্য জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিস।
  • Link to this news (বর্তমান)