• নাম না করে তৃণমূলকে বিজেপির ‘দালাল’ বলে কটাক্ষ সব্যসাচীর
    বর্তমান | ৩০ এপ্রিল ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: নাম না করে তৃণমূলকে বিজেপির ‘দালাল’ বলে কটাক্ষ করলেন হাওড়া লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। সোমবার জেলাশাসকের অফিসে মনোনয়ন পেশ করার পর সাংবাদিকদের সামনে তিনি রাজ্যের শাসক দলকে এই ভাষায় কটাক্ষ ছুড়ে দেন। 

    প্রচার পর্বের শুরু থেকেই বিজেপি এবং তৃণমূলকে এক বন্ধনীতে ফেলে আক্রমণ শানিয়েছেন সব্যসাচী। সেই সঙ্গে তিনি নির্বাচিত হলে হাওড়ার সমস্যার কথা লোকসভায় পৌঁছে দেওয়ার দাবি করেছেন। দেশজুড়ে বিজেপি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে বলেও প্রত্যেক কর্মসূচিতে  সোচ্চার হচ্ছেন তিনি। এদিন মনোনয়ন পেশের পর একই সুরে তিনি বলেন, ‘দেশজুড়ে লড়াইটা ইন্ডিয়া জোট বনাম বিজেপির। সমস্ত বিজেপি বিরোধী শক্তি এক ছাতার তলায় এসেছে। তবে মাঝখানে কিছু দালাল রয়েছে। তারা বিভিন্ন জায়গায় ঢুকে পড়েছে। আমাদের রাজ্যের ক্ষেত্রেও এরকম একটি দল রয়েছে।’ সিপিএমের এই আইনজীবী প্রার্থীর আরও সংযোজন, দীর্ঘদিন তৃণমূলের সংসদ থাকার পরেও এখানকার মানুষের কথা সংসদে তুলে ধরা হয়নি। এমপি ল্যাডের টাকা খরচ হয়নি উন্নয়নে। লোকসভার ওয়েবসাইট খুললেই তা দেখা যাবে। এবার মানুষ হিসাব বুঝে নেবে। সিপিএম প্রার্থীকে অবশ্য পাল্টা কটাক্ষে বিঁধেছেন রাজ্যের মন্ত্রী তথা হাওড়ার বর্ষীয়ান তৃণমূল নেতা অরূপ রায়। তিনি বলেন, ‘৩৪ বছর ধরে বাংলাকে কীভাবে ওরা শেষ করেছে, মানুষ দেখেছে। উন্নয়নের প্রশ্নে তৃণমূলই মানুষের প্রথম এবং শেষ আস্থা।’ একই সুরে হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কৈলাস মিশ্র বলেন, ‘আইএসএফকে সঙ্গে নিয়ে কারা বিধানসভা ভোটের সময় বিজেপিকে সুযোগ করে দেওয়ার পথে হেঁটেছিল, তা মানুষ দেখেছে। তৃণমূলের পক্ষে জনগর্জন হচ্ছে পাড়ায় পাড়ায়।’ 
  • Link to this news (বর্তমান)