• ১ কোটির বই, ১৫ লাখের আংটি, ২ টি গাড়ি, কত সম্পত্তি রয়েছে TMC প্রার্থী কল্যাণের?
    হিন্দুস্তান টাইমস | ২৯ এপ্রিল ২০২৪
  • কলকাতা হাইকোর্টের একজন দুঁদে আইনজীবী হিসেবে যেমন পরিচিত তেমনি তৃণমূলের হেভিওয়েট নেতা হিসেবে পরিচিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি দীর্ঘদিন ধরেই রাজনীতিতে সক্রিয়। তিনবারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রচার মঞ্চে কখনও গরম ভাষণ আবার কখনও নিজের দলের সমালোচনা করে বিভিন্ন সময় খবরের শিরোনামে থেকেছেন। এবারও তাঁকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী হওয়ার পর তিনি নির্বাচনী হলফনামা জমা দিয়েছেন কল্যাণ। তাতে নিজের সম্পত্তির খতিয়ান তুলে ধরেছেন তৃণমূল প্রার্থী। সেই অনুযায়ী, কোটিপতি প্রার্থীর তালিকায় নাম রয়েছে কল্যাণের।

    নির্বাচনী হলফনামা অনুযায়ী, সব মিলিয়ে কল্যাণের স্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৫০ লক্ষ ১০ হাজার টাকা। এছাড়া, অস্থাবর সম্পত্তির পরিমাণ হল ২৪ কোটি ২০ লক্ষ ১৭ হাজার ৯৩৫ টাকা। তাঁর ১৩ লক্ষ ৬০ হাজার ৩৯৮ টাকার ঋণ রয়েছে। হলফনামা অনুযায়ী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মুহূর্তে নগদের পরিমাণ ৫০ হাজার টাকা। ২০২২-২৩ সালে কল্যাণের আয় ছিল ৪ কোটি ৩২ লক্ষ ৬৩ হাজার ২৬৬.০৯ টাকা।

    এছাড়া, ২২ কোটি ৭৯ লক্ষ ৬৯ হাজার ৫০৮ টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিনিয়োগ রয়েছে । তাঁর দুটি গাড়ি রয়েছে। যার মধ্যে  ২২ লক্ষ ৬৭ হাজার ৪২৭ টাকা মূল্যের একটি গাড়ি রয়েছে। এছাড়া অন্য গাড়িটির দাম ৪ লক্ষ ৪১ হাজার টাকা। তাঁর সোনার আংটি রয়েছে ২৫০ গ্রামের। যার বাজারদর প্রায় ১৫ লক্ষ টাকা।  তাঁর স্থাবর সম্পত্তি রয়েছে তিনটি। এর বাজারদর প্রায় সাড়ে তিন কোটি। সেগুলি জমি হিসেবে আছে। শুধু তাই নয়, আইনজীবী কল্যাণের কোটি টাকার বই রয়েছে। 

    এদিকে, কল্যাণের স্ত্রী ছবি বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নেহাত কম নয়। তাঁর স্থাবর সম্পত্তি ১৩ লক্ষ ১০ হাজার টাকার এবং অস্থাবর সম্পত্তি ২ কোটি ৭১ লক্ষ ৪১ হাজার ৫৩৬ টাকার। ২০২২-২৩ অর্থবর্ষে তিনি  ৩ লাখ ২৫ হাজার ৬০০ টাকা আয় করেছেন। তবে কোনও ঋণ নেই কল্যাণপত্নীর। তাঁর কাছে সোনার গয়না রয়েছে ৪০০ গ্রাম। যার বাজার দর প্রায় ২৪ লাখ টাকা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)