• বৃষ্টির খবর আসতেই মন ভালো? তাহলে পড়ুন দিনের সেরা ৫ জোকস! সোমবারে থাকুন মজায়
    হিন্দুস্তান টাইমস | ২৯ এপ্রিল ২০২৪
  • ১। স্কুলের পরীক্ষায় প্রশ্ন এসেছে, ‘লস অ্যাঞ্জেলেস থেকে লন্ডনের দূরত্ব ৮০০০ কিলোমিটার। একজন লোক লস অ্যাঞ্জেলেস থেকে গাড়িতে ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে লন্ডন রওনা হলো এবং অপর এক ব্যক্তি লন্ডন থেকে গাড়িতে ১৬০ কিলোমিটার বেগে লস অ্যাঞ্জেলেসে রওনা হলো। তাদের দুজনের কোথায় দেখা হবে?’

    ছোট্ট জনি উত্তর লিখল, ‘জেলখানায়! এত জোরে গাড়ি চালাবেন, পুলিশ বুঝি আঙুল চুষবে?’

    ২। প্রেমিকার মন জয় করার জন্য গান শিখেছে পলটু। তার পরে একদিন সময় মতো তার ক্ষমতা দেখানোর সুযোগ পেল সে।

    গান গেয়ে মলির প্রতি ভালোবাসা প্রকাশ করল পলটু। তারপর গদগদ স্বরে বলল, প্রিয়তমা, কেমন গাইলাম বলো তো?

    মলি: তোমার তো টেলিভিশনে গান গাওয়া উচিত।

    পলটু: সত্যি?!

    মলি: হ্যাঁ। সে ক্ষেত্রে আমি অন্তত টিভিটা বন্ধ করে দিতে পারব।

    ৩। হাইরাইজে চুরি করতে গিয়েছে এক চোর আর তার সহকারী। হঠাৎ সেখানে হাজির পুলিশ।

    চোর: জলদি, পুলিশ আসছে! জানালা দিয়ে লাফিয়ে পড়।

    সহকারী: কিন্তু ওস্তাদ, আমরা যে এখন তেরো তলায় আছি।

    চোর: দুর গাধা! এখন কি কুসংস্কার নিয়ে মাথা ঘামানোর সময়?

    ৪। ভীষণ কৃপণ বলে পরিচিত এক লোকের কাছে গিয়ে কিছু দান করতে বলল অনাথ আশ্রমের দু’জন লোক।

    লোকটি বলল, আচ্ছা যান, আগামিকাল আমি পাঠিয়ে দেব।

    পরদিন লোকটি রাস্তা থেকে ধরে এনে কয়েকটা অনাথ বালককে আশ্রমে পাঠিয়ে দিল।

    ৫। গাড়ি চুরি করতে ধরা পড়ে গেল এক চোর। তাকে হাজির করা হল বিচারকের সামনে।

    বিচারক: তুমি কেন গাড়িটি চুরি করেছিলে?

    আসামি: আমি দেখেছিলাম গাড়িটি একটি শ্মশানের বাইরে দাঁড় করানো। তাই ভেবেছিলাম গাড়ির মালিকের আর এটা হয়তো দরকার নেই। সেই কারণেই নিয়ে নিলাম।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)