• ভাইরাল যৌন ভিডিয়ো কাণ্ডে প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলে ও পৌত্রের নামে দায়ের FIR
    হিন্দুস্তান টাইমস | ২৯ এপ্রিল ২০২৪
  • কর্ণাটকের হাসান লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা জেডিএস প্রার্থী প্রজ্জ্বল রেভান্না এবং কর্ণাটকের হোলেনারসিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা প্রজ্জ্বলের বাবা এইচডি রেভান্নার নামে দায়ের করা হল এফআইআর। সম্প্রতি প্রজ্জ্বলের অশ্লীল যৌন ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেই ঘটনায় এই এফআইআর দায়ের করা হয়েছে। উল্লেখ্য, এইচডি রেভান্না হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার মেজো ছেলে। এদিকে প্রজ্জ্বল বলেন দেবেগৌড়ার পৌত্র। এই গোটা ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে দেবেগৌড়ার পরিবার এবং বিজেপির জোটসঙ্গী জেডিএস। (জেডিএস নেতা প্রজ্জ্বলের বিরুদ্ধে অভিযোগ, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা তিন বছর একাধিকবার বাড়ির পরিচারিকাকে যৌন হেনস্থা করেছে প্রজ্জ্বল। সেই ঘটনার একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। প্রাথমিক ভাবে প্রজ্জ্বল এই ভাইরাল ভিডিয়োকে ভুয়ো বলে দাবি করেছিলেন। এবার সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছে, প্রজ্জ্বল নাকি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। তিনি জার্মানির ফ্রাঙ্কফুর্টে গিয়েছেন। এদিকে এই গোটা ঘটনায় অস্বস্তি এড়াতে বৈঠকে বসতে চলেছে জেডিএস নেতৃত্ব। অপরদিকে বিজেপির বক্তব্য, এই ভিডিয়ো বা তা নিয়ে তদন্তের সঙ্গে তাদের কোনও যোগ নেই। (উল্লেখ্য, প্রজ্জ্বলের ভিডিয়ো ভাইরাল হতেই এই নিয়ে তদন্তের জন্য বিশেষ দল গঠনের ঘোষণা করেছিল কর্ণাটক সরকার। সেই বিদেশ তদন্তকারী দল গঠন নিয়ে অবশ্য কোনও উচ্চবাচ্য করেনি জেডিএস। বরং তাদের বক্তব্য, দোষ করে থাকলে শাস্তি মিলবেই। এই সবের মাঝেই প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে যৌন হেনস্থা সহ একাধিক অভিযোগের ভিত্তিতে দায়ের হয়েছে এফআইআর। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। প্রজ্জ্বল রেভান্নার বাবা তথা জেডিএস বিধায়কের নামেও দায়ের হয়েছে এফআইআর। এদিকে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানান, মহিলা কমিশনের অভিযোগের পরই বিশেষ তদন্তকারী দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, 'মহিলা কমিশনের চেয়ারপার্সন সরকারকে চিঠি লিখে সিট তদন্তের অনুরোধ জানিয়েছিলেন এবং তাদের অনুরোধে সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' এই তদন্তের দায়িত্বে থাকবেন পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল বি কে সিং। 

     
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)