• নির্বিঘ্নে জয়েন্ট, গরমে অসুস্থ এক পরীক্ষার্থী
    বর্তমান | ২৯ এপ্রিল ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রচণ্ড গরমের মধ্যে রবিবার রা঩জ্যের সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ডিগ্রি কোর্সে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নির্বিঘ্নেই অনুষ্ঠিত হয়েছে। জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড সূত্রে জানা গিয়েছে, দমদমের সরোজিনী নাইডু কলেজে এক পরীক্ষার্থী দ্বিতীয়ার্ধে অসুস্থ হয়ে পড়লে তাঁকে বাড়ি পাঠিয়ে দিতে হয়। চারজন পরীক্ষার্থী এদিন সল্টলেকের বোর্ডের অফিসে পরীক্ষা দিতে চলে আসেন। একজন পরীক্ষার্থীর ভিন রাজ্যের একটি পরীক্ষা কেন্দ্রে সিট পড়েছিল। বাকি তিনজনের সিট পড়েছিল কলকাতা, দমদম ও শেওড়াফুলিতে। কেন এই চারজন বোর্ডের অফিসে পরীক্ষা দিতে চলে এলেন, তা জানা যায়নি। তবে বোর্ড কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়ে চারজনকে সল্টলেক সরকারি কলেজে পরীক্ষা দেওয়ার বিশেষ ব্যবস্থা করে। এদিন মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ৪০ হাজার। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও ভিন রাজ্যে কয়েকটি পরীক্ষা কেন্দ্র ছিল। গরমের জন্য পরীক্ষা কেন্দ্রগুলিতে বিশেষ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিল বোর্ড। বিদ্যুৎ বিভ্রাট হলে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য পরীক্ষাকেন্দ্রে জেনারেটর রাখতে বলা হয়েছিল।
  • Link to this news (বর্তমান)