• কসবায় বিজেপির মহিলা মণ্ডল সভাপতি রক্তাক্ত! অভিযুক্ত তৃণমূল বলল, অন্যায় কাজ, আমরা করিনি
    আনন্দবাজার | ২৯ এপ্রিল ২০২৪
  • ভোটের প্রচার করতে রক্তাক্ত হলেন বিজেপির এক মহিলা মণ্ডল সভাপতি, সঙ্গে আহত হয়েছেন বেশ কিছু বিজেপি কর্মীও। সেই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ কলকাতা লোকসভা এলাকার কসবা বিধানসভা এলাকার আনন্দপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির ওই এলাকার মণ্ডল সভাপতি সরস্বতী সরকার শনিবার রাতে কয়েক জন বিজেপি কর্মীকে নিয়ে আরবান কমপ্লেক্সের কাছের পূর্বপাড়ায় দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর সমর্থনে পোস্টার লাগাচ্ছিলেন। এমন সময় তাঁদের ওপর চড়াও হয় কয়েক জন দুষ্কৃতী। বিজেপির অভিযোগ, মণ্ডল সভাপতি-সহ তিন জন বিজেপি কর্মী ওই ঘটনায় আহত হয়েছেন। অভিযোগ, চপার দিয়ে মাথায় আঘাত করায় মাথা ফেটে রক্তাক্ত হন সরস্বতী। রাতেই খবর দেওয়া হয় জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য ও প্রার্থী দেবশ্রীকে। দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে গিয়ে শুশ্রূষা করার পর ভোরবেলায় আনন্দপুর থানায় অভিযোগ জানাতে যান বিজেপি কর্মীরা। এ ক্ষেত্রে অভিযোগ, প্রথমে আনন্দপুর থানা তাদের অভিযোগ নিতে করতে চায়নি। কিন্তু শেষ পর্যন্ত চাপ দেওয়া হলে থানার তরফে অভিযোগ নেওয়া হয়েছে।

    বিজেপির অভিযোগ, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি আনন্দপুর থানার পুলিশ। সকালেই আক্রান্ত মণ্ডল সভাপতির উত্তর পঞ্চান্নর বাড়িতে যান দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী। প্রার্থী দেবশ্রীকে নিয়ে কর্মী-সমর্থকেরা আনন্দপুর থানায় ধর্নায়ও বসেন।
  • Link to this news (আনন্দবাজার)