• সংবিধান বদলে দিতে চাইছে, বিজেপির গোপন ছক জানেন? নয়া ধমাকা নিয়ে হাজির মহাজোট
    হিন্দুস্তান টাইমস | ২৯ এপ্রিল ২০২৪
  • দু দফার ভোট হয়েছে। এদিকে পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন জোট নেতৃত্ব। আর তারপরই জোটের নেতারা এবার জোরের সঙ্গে বলতে শুরু করেছেন যে বিজেপি ক্ষমতায় ফিরলেই সংবিধান বদলে দেবে। এরপর চাকরি ও ভর্তির ক্ষেত্রে তারা কোটা সিস্টেম উঠিয়ে দেবে। বলতে শুরু করেছেন বিহারে ইন্ডিয়া জোটের নেতৃত্ব। 

    বিহার প্রদেশ কংগ্রেস কমিটির মিডিয়া বিভাগের প্রধান রাজেশ কুমার রাঠোর বলেন, আমাদের নেতারা বার বার সতর্ক করছেন সাধারণ মানুষকে। কারণ বিজেপি ৪০০ আসন চাইছে কারণ তারা সংবিধান বদলে দিতে চাইছে। তারা সংরক্ষণকে তুলে দিতে চাইছেন। এটা আসলে আরএসএসের ছক। আমরা ভোটপর্বের মধ্য়ে এটা বার বার মানুষকে বলছি। 

    এদিকে এর আগে আরজেডি নেতা লালু প্রসাদ যাদব জানিয়েছিলেন বিজেপি সংখ্যাগরিষ্ঠ আসন পেতে চাইছে কারণ তারা সংবিধান বদলে ফেলতে চাইছেন। গরিব, দলিতদের প্রতি তারা অবিচার করবে। 

    কংগ্রেস নেতা প্রেম চন্দ্র মিশ্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও অন্যান্য বিজেপি নেতারা এই সংবিধান বদলের পরিকল্পনাটা সামনে আনতে চাইছেন না কারণ তারা ভাবছে ২০১৫ সালের মতো পরিস্থিতি তৈরি হবে। কারণ সেই সময় আরএসএস প্রধান সংরক্ষণ খতিয়ে দেখার কথা বলেছিলেন। তারপরই সমস্যা নেমে আসে। 

    এদিকে রবিবার লালু প্রসাদ যাদব এক্স হ্যান্ডেলে লিখেছেন যে সংবিধান বদলে দেওয়ার ব্যাপারে বিজেপির কোনও গোপন অ্যাজেন্ডা আছে। তিনি জানিয়েছেন, মোদীর প্রধানমন্ত্রী হিসাবে থাকার কোনও নৈতিক অধিকার নেই। তিনি খালি মিথ্য়ে কথা বলেন। 

    এএন সিনহা ইনস্টিটিউট অফ সোশ্য়াল সায়েন্সের প্রাক্তন ডিরেক্টর ডিএম দিবাকর জানিয়েছেন, ওরা তাদের লক্ষ্যে একেবারেই পাবলিকের সামনে বলেননি। সংবিধান বদল করা, সংরক্ষণ বন্ধ করে দেওয়া এই রকম ব্যাপারগুলি নিয়ে বিজেপি অত্যন্ত সতর্ক। কারণ তারা ভাবছে এর মাধ্যমে বঞ্চিত মানুষরা তাঁদের পাশ থেকে সরে যেতে পারে। 

    তিনি বলেন, রাহুল গান্ধী এই বেকারত্ব, জিনিসপত্রে দাম বৃদ্ধি, জাতি ভিত্তিক অর্থনৈতিক সমীক্ষা এগুলির উপর জোর দিচ্ছেন। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)