• মাত্র ২০ টাকায় খাবার, হাওড়া-বর্ধমান-সহ কোন কোন স্টেশনে পাবেন?
    Aajtak | ২৮ এপ্রিল ২০২৪
  • ট্রেন যাত্রা নিয়ে আর চিন্তা করতে হবে না। এবার মাত্র ২০ টাকাতেই পাওয়া যাবে খাবার। আর সেটা পাওয়া যাবে রেল স্টেশনেই। স্টেশনের প্ল্যাটফর্মে কিয়স্ক থেকে পাওয়া যাবে এই খাবার। মাত্র ২০ টাকা দিয়ে কিনতে হবে যাত্রীদের। খাবার ছাড়াও পাওয়া যাবে ঠান্ডা জল। গরমকালে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে।

    রেলের তরফে জানানো হয়েছে, কোন ও প্ল্যাফর্মে দূরপাল্লার ট্রেনগুলির জেনারেল সেকেন্ড ক্লাস ও স্লিপার ক্লাস যেখানে থামে, তারই কাছাকাছি এই কিয়স্কগুলি তৈরি করা হয়েছে।

    পূর্ব রেলের অধীন হাওড়া, বর্ধমান, রামপুরহাট, মালদা, ভাগলপুর, দুর্গাপুর, জাসিডি, মধুপুর এবং আরও অনেক এই কিয়স্ক তৈরি করা হয়েছে।

    ২০ টাকায় কী কী পাবেন যাত্রীরা

    উপরন্তু, যাত্রীরা কম্বো খাবারও বেছে নিতে পারেন। তার জন্য মাত্র ৫০ টাকা খরচ হবেন। কম্বো খাবারের ক্ষেত্রে স্থানীয় খাবারের ওপরে গুরুত্ব দেওয়া হবে। এছাড়াও মাত্র ৩ টাকায় মিলবে ২০০ মিলিলিটারের জলের বোতল।
  • Link to this news (Aajtak)