• রয় খুবই ধূর্ত প্লেয়ার- প্রাক্তন ছাত্রকে নিয়ে চিন্তা থাকলেও, আত্মবিশ্বাসী হাবাস
    হিন্দুস্তান টাইমস | ২৮ এপ্রিল ২০২৪
  • রবিবার যুবভারতীতে মোহনবাগানের সামনে অগ্নিপরীক্ষা। সেমিফাইনালের দ্বিতীয় লেগে কঠিন লক্ষ্য সবুজ-মেরুনের সামনে। আন্তোনিয়ো লোপেজ হাবাস ব্রিগেডকে জিততে হবে কম করে দু'গোলের ব্যবধানে। নিঃসন্দেহে লড়াই কঠিন হলেও, অসম্ভব কিছু নয়। বিশেষ করে ম্যাচটি যখন মোহনবাগান তাদের ঘরের মাঠে খেলবে।

    দ্বিতীয় লেগের ম্যাচের আগের দিন মোহনবাগান এসজি কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাস জানিয়ে দিলেন, ম্যাচটি বাগানের কাছে ফাইনালের সমান হলেও, জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। শনিবার সাংবাদিকদের সামনে সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ দাবি করেছেন, ‘আমরা আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাস ছাড়া এরকম কঠিন ম্যাচ জেতা যায় না। গত ম্যাচে হারার পর এই ম্যাচে জয় ছাড়া ফাইনালে পৌঁছনোর কোনও উপায় নেই। তাই আমাদের কাছে আপাতত এটাই ফাইনাল, সেমিফাইনাল নয়। লিগ জয়ের পর গত ম্যাচে খেলোয়াড়রা পুরো একশো শতাংশ দিতে পারেনি। মানসিক ভাবে তারা কিছুটা পিছিয়ে গিয়েছিল। এই ম্যাচে আমাদের একশো শতাংশ দিতেই হবে।’

    সেমিফাইনালের প্রথম লেগে ওড়িশা এফসি-র কাছে ১-২ হেরেছিল মোহনবাগান। এই ম্যাচে জয় ছাড়া কোনও উপায় নেই। তাও ২ গোলের ব্যবধানে। আর হাবাস চাইছেন, ৯০ মিনিটের মধ্যেই ২ গোলের ব্যবধানে ম্যাচ জিতে ফাইনালে উঠতে। সেক্ষেত্রে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে যাবে না ম্যাচ। এক গোলের ব্যবধানে জিতলে অবশ্য খেলা অতিরিক্ত সময়ে গড়াবে। কলকাতার এই দুঃসহ গরমে যা মোটেও চাইছেন না হাবাস। তিনি বলেছেন, ‘প্রথম লেগে ভুবনেশ্বরেও সে দিন খুব গরম আর আর্দ্রতা ছিল। কাল অতিরিক্ত সময়ে ম্যাচটা যাওয়ার সম্ভাবনা নিয়ে ভাবছি না। ৯০ মিনিটেই ম্যাচটা জিততে হবে আমাদের। এই আবহাওয়ায় আরও ৩০ মিনিট খেলতে চাই না আমরা।’

    এই ম্যাচে অবশ্য কার্ড থাকায় আক্রমণের অন্যতম ভরসা আর্মান্দো সাদিকুকে পাবেন না হাবাস। যদিও এই নিয়ে আফসোস করতে রাজি নন তিনি। বলেওছেন, ‘ফুটবলে এ রকম হয়েই থাকে। কোনও ম্যাচে পুরো দল পাওয়া যায়, আবার কোনও ম্যাচে কোনও খেলোয়াড়কে পাওয়া যায় না। যেমন এই ম্যাচে আমরা সাদিকুকে পাব না। লোবেরাও (কার্লোস) দেলগাদোকে পাবে না। ওরও আমাদের মতোই সমস্যা রয়েছে। তবে আমি সব সময়েই পুরো দল নিয়ে ভাবি। দলে দু'-একজনকে নিয়ে আলাদা করে ভাবি না। আমার কাছে যেমন সাদিকু গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তেমনই লোবেরার কাছে দেলগাদোর গুরুত্বও বেশি। তবে কোনও একজন বা দু'জন খেলোয়াড়কে বেশি গুরুত্ব দেওয়া সম্ভব নয়। দু'-একজনের জন্য ম্যাচে বিশেষ কিছু বদলে যায় না।’

    রবিবারের ম্যাচে দিমিত্রি পেত্রাতোসদের স্বপ্ন ভাঙতে পারেন বাগানের প্রাক্তনী রয় কৃষ্ণ। গত ম্যাচে তাঁর গোলেই জিতেছিল ওড়িশা। রয়কে নিয়ে কি কোনও আলাদা স্ট্র্যাটেজি থাকবে? হাবাস বলে দেন, ‘রয় খুবই ধূর্ত খেলোয়াড়, ওকে তো নিয়ন্ত্রণ করতেই হবে। গত ম্যাচে ওর ক্ষেত্রে আমাদের যে রকম ভুল হয়েছিল, আর সে রকম ভুল করলে চলবে না।’

    তবে শুধু রয় কৃষ্ণের জন্য ফর্মেশনে বদল আনবেন না বলে জানিয়ে দিয়েছেন হাবাস। বলেছেন, ‘এই ম্যাচের জন্য আলাদা কোনও ফর্মেশনে খেলা আমাদের পক্ষে অসম্ভব। কারণ, তার জন্য যে প্রস্তুতি দরকার, তার সময় আমাদের হাতে নেই। রিকভারির জন্য একদিন চলে গিয়েছে। দু'দিন কেটে গেল ছেলেদের নতুন করে প্রস্তুত করতে। এর পরে আর অন্য ফর্মেশনে খেলার প্রস্তুতির সময় কোথায়? তবে তবে ম্যাচ চলাকালীন প্রয়োজন হলে ফর্মেশন বদলাতে হতেই পারে। সেই পরিকল্পনা তো থাকবেই।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)