• রাজনীতির ময়দানে নবাগতা রচনা, প্রচারের ফাঁকে প্রথম নায়িকাকে কী টিপস দিলেন দেব?
    হিন্দুস্তান টাইমস | ২৮ এপ্রিল ২০২৪
  • এদিন রচনা বন্দ্যোপাধ্যায়ের হয়ে হুগলিতে প্রচার করতে এসেছিলেন দেব। ২৭ এপ্রিল হুগলির পাণ্ডুয়ায় দিদি নম্বর ওয়ানকে পাশে নিয়ে তাঁর হয়েই প্রচার করলেন দেব। বয়সে রচনা যতই বড় হন না কেন, রাজনৈতিক কেরিয়ারের দিক দিয়ে দেব কিন্তু অভিনেত্রীর থেকে বেশি প্রাজ্ঞ। তাঁর জ্ঞান অনেক বেশি। তাই ভোটের ময়দানে নবাগতা রচনা বন্দ্যোপাধ্যায়কে এদিন কী টিপস দিলেন দেব?

    এদিন দেব নন, বরং রচনা বন্দ্যোপাধ্যায় জানালেন দেব তাঁকে লোকসভা নির্বাচনের জন্য কী কী টিপস দিয়েছেন। তিনি এদিন হাইভোল্টেজ প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান দেব তাঁকে কী কী টিপস দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের এবারের হুগলির প্রার্থী এদিন জানান, 'ও অনেক সময়ই টিপস দেয়। সবসময় বলে মন থেকে কথা বলবে। সব কথা ভালো করে বলবে।' এদিন রচনা দেবের প্রশংসা করে আরও বলেন 'ও ভীষণ পজিটিভ। ওর ভাবনা খুবই পজিটিভ। ও আমাকেও তাই সবসময় পজিটিভ কথা বলে। ওর এই গুণটাই আমার সব থেকে বেশি ভালো লাগে।'

    দেবের মতে এবার হুগলি থেকে রচনা বন্দ্যোপাধ্যায় জিতবেন। তাঁর কথায়, 'যে উচ্ছ্বাস ভালোবাসা দেখা যাচ্ছে সেটাই সব বুঝিয়ে দিচ্ছে। আর এই ভালোবাসা উন্মাদনা সবটাই এখানকার নেতা কর্মীদের প্রতি। প্রার্থীর প্রতি। মানুষ হইহই করে রচনা দির প্রতি এসে ভালোবাসা জানিয়ে যাচ্ছে। ফলে এখান থেকেই রায়টা বোঝা যাচ্ছে।'

    রচনার হয়ে প্রচারের ফাঁকে এদিন দেব কল্যাণ বিতর্ক নিয়ে সাফ জানিয়ে দেন যে সেসব নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না। দেবের কথায়, 'কল্যাণ দা তাঁর মতো করে কাজ করেছেন। তবে আমি চাই আমার হয়ে কাঞ্চন দা প্রচার করুন। আমি ওঁকে ফোন করে আমার হয়ে প্রচারে আসার জন্য অনুরোধ করেছি। উনি আগামী ৩০ এপ্রিল আমায় সময় দিয়েছেন।'
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)