• ICC: আইসিসি-র ষষ্ঠ গ্লোবাল এডুকেশন ফোরাম
    আজকাল | ২৮ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ইন্ডিয়ান চেম্বর অফ কমার্স শনিবার আয়োজন করল ষষ্ঠ গ্লোবাল এডুকেশন ফোরাম। শিক্ষা এবং পেশাদার ডিগ্রি নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত চন্দানি টুডু, ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ডা. অ্যান্ড্রু অ্যালেক্সজান্ডার ফ্লেমিং, ডিজি-র প্রতিষ্ঠাতা হেমন্ত সাহাল, আইসিসি ন্যাশনাল এক্সপার্ট কমিটি অন হায়ার এডুকেশনের চেয়ারম্যান তথা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির আচার্য সত্যম রায়চৌধুরী, এস এন ইউ-র উপাচার্য অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, জে আই এস গ্রুপের ডিরেক্টর সিমরপ্রীত সিং, প্রফেসর ডা. সৈকত মৈত্র এবং আদিত্য বিড়লা গ্রুপের সিওও কস্তুরি কেজরিওয়াল। চন্দানি টুডু বলেন, শিক্ষা ক্ষেত্রে সকলের সমান অধিকার থাকা উচিত। রাজ্য সরকার সকলের জন্য শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। সত্যম রায়চৌধুরী বলেন, "আমাদের সেই পরিবেশ তৈরি করা উচিত যেখানে সমাজের সকলেই শিক্ষার সমান অধিকার পায়। সকলে মিলে একসঙ্গে এই কাজ করতে হবে।" ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, "২০১৮ সাল থেকে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স পরিকল্পনার মাধ্যমে অ্যাকাডেমিক শিক্ষা এবং শিল্পকে যুক্ত করার প্রচেষ্টা করছে।"
  • Link to this news (আজকাল)