• বিরাট-রোহিতের অবসর! বিশ্বকাপে বিরাট দায়িত্বে যুবি, বোর্ডকে দিলেন চরম বার্তা
    ২৪ ঘন্টা | ২৭ এপ্রিল ২০২৪
  • জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল (IPL 2024) শেষ হলেই ফের তোড়জোড় আরও একটা বিশ্বকাপের (T20 World Cup 2024)। এবার কুড়ি ওভারের মহাযজ্ঞ। হাতে আর বেশি দিন বাকি নেই। ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ যুগ্ম ভাবে আয়োজন করবে টি-২০ বিশ্বকাপ। ক্রিস গেইল ও উসেইন বোল্টের পর এবার আইসিসি ব্র্যান্ড অ্য়াম্বাসডর হিসেবে বেছে নিল দেশের জোড়া বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার যুবরাজ সিংকে। বিশ্বকাপের গুরুদায়িত্ব পেয়েই যুবরাজ কথা বললেন বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসরের প্রসঙ্গে। আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে যুবি বলেন, 'ক্রিকেটারদের বয়স বাড়ার সঙ্গেই যোগ হয়ে তা নিয়ে মানুষের আলোচনা। তারা ফর্মের কথা ভুলে যায়। বিরাট কোহলি ও রোহিত শর্মা ভারতের গ্রেট প্লেয়ারদের দু'জন। স্বেচ্ছায় অবসর নেওয়ার দাবিদার ওরা। যদিও আমি টি-টোয়েন্টি ফরম্য়াটে আরও বেশি করে তরুণ ক্রিকেটারদের দেখতে চাই। পঞ্চাশ ওভারের ক্রিকেটের পাশাশাপি টেস্ট খেলে অভিজ্ঞ ক্রিকেটাররা। ফলে টি-২০ ক্রিকেটে তাদের বোঝটা নিজেদের কাঁধে তুলে নিতে পারে তরুণরা। কুড়ি ওভারের বিশ্বকাপের পর আমি দেখতে চাই যে প্রচুর তরুণ মুখ ভারতীয় দলে এসেছে। যারা পরের টি-২০ বিশ্বকাপ খেলবে।

    'আইসিসি বলে দিয়েছে যে, ১ মে ডেডলাইন। আসন্ন টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলিকে, তার মধ্য়ে দলের তালিকা দিতে হবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে। চলতি সপ্তাহের শেষে রোহিত শর্মা বসবেন অজিত আগরকরের নির্বাচক কমিটি ও দ্রাবিড়ের সঙ্গে। তারপরেই বেছে নেওয়া হবে ১৫ সদস্য়ের স্কোয়াড। মনে করা হচ্ছে মহাযুদ্ধে ওপেনার হিসেবে দেখা যেতে পারে বিরাট-রোহিতকে।
  • Link to this news (২৪ ঘন্টা)