• Election: ‌একাধিক জায়গায় ইভিএম খারাপের অভিযোগ, বাংলার তিন কেন্দ্রে চলছে ভোটগ্রহণ...
    আজকাল | ২৬ এপ্রিল ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ দ্বিতীয় দফার নির্বাচনে বাংলার তিন আসনে চলছে ভোটগ্রহণ। দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে। ইতিমধ্যেই বালুরঘাট সহ একাধিক জায়গায় ইভিএম খারাপ হওয়ার অভিযোগ আসতে শুরু করেছে। অন্তত ৬০ জায়গা থেকে ইভিএম খারাপ হওয়ার অভিযোগ এসেছে। এদিন সকাল সকাল ভোট দেন দার্জিলিংয়ের তৃণমূল প্রার্থী গোপাল লামা। শিলিগুড়ির প্রধান নগরের মার্গারেট স্কুলে ভোট দেন তিনি। এদিকে, বালুরঘাট ও রায়গঞ্জের একটি করে বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের হেনস্থা করা এবং মহিলা ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল। আবার বালুরঘাটেই ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এমনকী ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার সকাল সকাল সস্ত্রীক ভোট দেন। জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী বলে জানান। রায়গঞ্জের একটি বুথে কংগ্রেসের মহিলা এজেন্টকে ‘‌মারধর’‌ করার অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। 
  • Link to this news (আজকাল)