• Election: ‌সকাল ৯টা পর্যন্ত বাংলার তিন আসনে ভোট পড়ল ১৫.‌৬৮ শতাংশ
    আজকাল | ২৬ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ দ্বিতীয় দফার লোকসভা ভোটে দেশের ৮৮ আসনে চলছে ভোটগ্রহণ। তার মধ্যে বাংলার তিন আসন রয়েছে। দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জ। সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। বিশেষ করে বালুরঘাট ও রায়গঞ্জ থেকে। তবে বিক্ষিপ্ত অশান্তির মধ্যেও ভোটদানের হার ভালই। কমিশন জানিয়েছে, সকাল ৯টা অবধি বাংলার তিন কেন্দ্রে ভোট পড়েছে ১৫.৬৮ শতাংশ। তার মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে রায়গঞ্জে। কমিশন সূত্রে খবর, এই কেন্দ্রে ভোটদানের হার ১৬.৪৬ শতাংশ। তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সঙ্গে এই আসনে লড়াই বিজেপির কার্তিক পালের। ২০১৯ সালে রায়গঞ্জে জিতেছিল বিজেপি। এদিক, তপনে বিজেপি নেতা ‘‌আক্রান্ত’‌ হওয়ার ঘটনায় পুলিশের সঙ্গে বচসায় জড়ান বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। এমনকী তপনে ভোটারদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। 
  • Link to this news (আজকাল)