• RCB-SRH: ছয় ম্যাচ পরে জয়, খাতায় কলমে প্লে অফের দৌড়ে টিকে থাকলেন কোহলিরা...
    আজকাল | ২৬ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। জিততে ভুলে গিয়েছিলেন বিরাট কোহলিরা। ছয় ম্যাচ পড়ে জয়ে ফিরল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বৃহস্পতিবার বিপক্ষের ডেরায় গিয়ে সানরাইজার্স হায়দরাবাদকে ৩৫ রানে হারল আরসিবি। একপেশে ম্যাচে অনবদ্য জয়। দুর্দান্ত ছন্দে থাকা প্যাট কামিন্সের দলকে যে লিগের লাস্টবয়রা এইভাবে হারাবে ভাবা যায়নি। ম্যাচে আগাগোড়াই ব্যাকফুটে ছিল হায়দরাবাদ। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২০৬ রান তোলে আরসিবি। জোড়া অর্ধশতরান করেন বিরাট কোহলি এবং রজত পাতিদার। জবাবে নির্ধারিত ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭১ রানে থামে সানরাইজার্সের ইনিংস। চলতি আইপিএলে বেঙ্গালুরুর দ্বিতীয় জয়। অন্যদিকে ব্যাটিং ব্যর্থতায় হার হায়দরাবাদের। দুশোর বেশি রান তাড়া করতে নেমে কোনও ব্যাটারই অর্ধশতরানে পৌঁছতে পারেনি। সর্বোচ্চ রান শাহবাজ আহমেদের। ৪০ রানে অপরাজিত বাংলার অলরাউন্ডার।  টসে জিতে এদিন ব্যাট করার সিদ্ধান্ত নেন ফ্যাফ ডু"প্লেসি।‌ এটাই দু"দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। যে দলই হায়দরাবাদকে আগে ব্যাট করতে পাঠিয়েছে, তাঁদেরই ভুগতে হয়েছে। রানের বিশাল পাহাড় খাড়া করে ট্রাভিস হেড, অভিষেক শর্মা, হেনরিচ ক্লাসেনরা। কিন্তু রান তাড়া করতে নেমে মানসিক চাপের মুখে পড়ে পরপর উইকেট হারায় হায়দরাবাদ। ৬৯ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল। এই জায়গা থেকে ম্যাচে ফেরা সম্ভব নয়। ব্যর্থ সানরাইজার্সের সেরা চার। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে মাত্র ১ রানে ফেরেন ছন্দে থাকা ট্রাভিস হেড। শুরুটা অন্যান্য দিনের মতো ঝোড়ো করলেও ১৩ বলে ৩১ রান করে আউট হন অভিষেক শর্মা। রান পাননি আইডেন মার্করাম (৭), নীতিশ কুমার রেড্ডি (১৩) এবং হেনরিচ ক্লাসেন (৭)। ৩৭ বলে ৪০ রানে অপরাজিত থেকে দলকে আরও লজ্জার হাত থেকে বাঁচান শাহবাজ। ১৫ বলে ৩১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন প্যাট কামিন্স। কিন্তু হায়দরাবাদ নেতার এই ইনিংস জয়ের জন্য যথেষ্ট ছিল না। প্রথমে ব্যাট করতে নেমে আরও একটি অর্ধশতরান বিরাট কোহলির। শুরুটা গতিশীল হলেও পরের দিকে অনেক বল নষ্ট করেন। শেষপর্যন্ত ৪৩ বলে ৫১ করে আউট হন বিরাট। ১২ বলে ২৫ রান করে ফেরেন ডু"প্লেসি। এদিন পার্থক্য গড়ে দেয় রজত পাতিদারের ইনিংস। ৫টি ছয়, ২টি চারের সাহায্যে ২০ বলে ৫০ রান করেন। গুরুত্বপূর্ণ ৩৭ রান যোগ করেন ক্যামেরুন গ্রিনও। ৩০ রানে ৩ উইকেট নেন জয়দেব উনাদকাত। কিন্তু কাজে লাগেনি। 
  • Link to this news (আজকাল)