• Mamata Banerjee: অভিজিৎ গাঙ্গুলিকে তীব্র কটাক্ষ, নাম না করে শুভেন্দুকেও বিঁধলেন মমতা ‌...
    আজকাল | ২৬ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। মেদিনীপুরে বৃহস্পতিবার জুন মালিয়ার সমর্থনে জনসভা করেন মমতা। সেই সভায় মমতা বলেন, ‘‌১০০ দিনের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র। আমরাই তা মিটিয়েছি।’‌ এরপরই তোপ দেগে বলেন, ‘‌লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে বলছে। আমি বলব লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চাইলে বিজেপির ভান্ডার উপড়ে দিন।’‌ মমতার নিশানায় এদিন ছিলেন শুভেন্দু অধিকারীও। নাম না করে ‘‌গদ্দার’‌ সম্বোধন করে মমতা বলেন, ‘‌মেদিনীপুরে একটা গদ্দার আছে। বলেছিল বোমা ফাটাবে। তারপর ২৬ হাজার শিক্ষকের চাকরি খেয়ে নিল। এবার স্কুলগুলি চলবে কী করে?‌’‌ মমতার কথায়, ‘‌ভোটে যাতে কর্মীরা ডিউটি করতে না পারে, তাই এই কাণ্ড ঘটিয়েছে বিজেপি।’‌ মমতার দাবি, ‘‌আমরা চাকরি দিচ্ছি, আর ওরা চাকরি খাচ্ছে।’‌ বিজেপির বিরুদ্ধে ভেদাভেদের রাজনীতির অভিযোগ তুলে মমতা বলেন, ‘‌বিজেপি করলে বেল। আর তৃণমূল করলে জেল।’‌ মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে সরানো হল কেন, সেই প্রশ্নও এদিন তুলেছেন মমতা। ‘‌বিজেপি টাকা দিয়ে মিছিলে লোক আনছে’‌, গেরুয়া শিবিরকে নিয়ে এই কটাক্ষও করেন মমতা। এদিন তমলুকেও জনসভা ছিল মমতার। দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে জনসভায় নন্দীগ্রামের স্মৃতিচারণা করেন মমতা। তীব্র কটাক্ষ করেন অভিজিৎ গাঙ্গুলিকে। নন্দীগ্রাম প্রসঙ্গে নাম না করে বাবা–ছেলে অর্থাৎ শিশির–শুভেন্দুকে নিশানা করেন মমতা। তীব্র গরমে সাত দফায় ভোট করানোর জন্য কমিশনকে দুষে মমতার প্রশ্ন, ‘‌মেদিনীপুরের রোদে একবার দাঁড়িয়ে দেখুন।’‌ সবশেষে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে তীব্র কটাক্ষ করে মমতা বলেন, ‘‌লজ্জা ঢাকুন।’‌ ‌
  • Link to this news (আজকাল)