• T20 World Cup: দ্রাবিড়ের জন্য বিশেষ পরামর্শ, সিধুর দলে নেই বুমরা
    আজকাল | ২৬ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপের দল বাছতে চলতি সপ্তাহের শেষে রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মার সঙ্গে বৈঠকে বসবেন নির্বাচকরা। ক্রমশ ডেডলাইন এগিয়ে আসছে। তার আগে দ্রাবিড়কে সতর্ক করে দিলেন নভজোৎ সিং সিধু। শুধু ভারতের হেড কোচই নয়, নির্বাচকদের কোনও আপোস না করার বার্তা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তাঁর ইঙ্গিত বোলিংয়ের দিকে। তিনি মনে করেন, যদি বোলিংয়ে নজর না দিয়ে একজন অতিরিক্ত ব্যাটারকে নেওয়া হয়, তাহলে বিশ্বকাপে হতাশজনক পারফরম্যান্স হবে ভারতের। তিনজন স্পিনার এবং তিনজন পেসার নেওয়ার পক্ষপাতি তিনি। খলিল আহমেদকে বিশ্বকাপের দলে দেখতে চান। সিধু বলেন, "রাহুল দ্রাবিড়কে সরাসরি বলতে চাই যে জিততে হলে পাঁচজন স্পেশালিস্ট বোলার নিতে হবে। দল বাছাইয়ের ক্ষেত্রে কোনও আপোস করা চলবে না। বিষ্ণোই, কুলদীপ এবং জাদেজাকে রাখতে হবে। মায়াঙ্ক যাদব ফিট থাকলে ওকে নেওয়া উচিত। তিন পেসার হবে খলিল আহমেদ, মুকেশ কুমার এবং মহসিন খান।" সিধুর তালিকায় নেই যশপ্রীত বুমরা। ভারতের প্রাক্তনী মনে করেন, একজন অতিরিক্ত ব্যাটার খেলিয়ে লাভ হবে না। এই প্রসঙ্গে সিধু বলেন, "ভারতের অনেক বিকল্প আছে। ব্যাটিং অলরাউন্ডার নিয়ে লাভ হবে না। বিশ্বকাপ জয়ী অধিনায়কদের কথা ভাবা হলে দেখা যাবে, সবাই কোয়ালিটি বোলিং নিয়েই নেমেছিল। সেটাই সাফল্যের মন্ত্র। যদি সাতজন ব্যাটার বিশ্বকাপ জেতাতে না পারে, অষ্টমজনও পারবে না।" আগামী সপ্তাহেই ঘোষিত হবে বিশ্বকাপের দল। দল ঘোষণার শেষ দিন ১ মে। 
  • Link to this news (আজকাল)