• KKR: নাইটদের সাফল্যের কৃতিত্ব গম্ভীরকে দিলেন রমনদীপ
    আজকাল | ২৬ এপ্রিল ২০২৪
  • সম্পূর্ণা চক্রবর্তী: তাঁকে নেওয়া হয়েছিল অলরাউন্ডার হিসেবে। কিন্তু এখনও হাত ঘোরানোর সুযোগ পাননি। কিন্তু ব্যাট হাতে কমবেশি সুযোগ পেলেই কাজে লাগাচ্ছেন। আরসিবির বিরুদ্ধে শেষদিকে ৯ বলে তাঁর করা ২৪ রান পার্থক্য গড়ে দেয়। তবে বল করার সুযোগ না পেয়ে হতাশ নয় রমনদীপ সিং। জানান, নিজের দায়িত্ব সম্বন্ধে অবগত তিনি। শুধু তিনিই নয়, দলের মধ্যে নিজেদের ভূমিকা নিয়ে স্বচ্ছতা রয়েছে। এটাই সাফল্যের মন্ত্র। তবে আকার ইঙ্গিতে বুঝিয়ে দেন, ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম চালু হওয়ায় অলরাউন্ডারদের সুযোগ কমে যাচ্ছে। রমনদীপ বলেন, "আমি নেটে বল করি। সুযোগ পেলে বল করার জন্য তৈরি। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এখন ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম আছে। তাই একজন অতিরিক্ত বোলার খেলানো যায়। সব দলই বিশেষজ্ঞ বোলার খেলাতে চায়। তাই অলরাউন্ডারদের সুযোগ কমে যাচ্ছে।" গত কয়েক বছরের মধ্যে এবার সবচেয়ে ভাল শুরু করেছে কেকেআর। এই প্রথম শুরুতেই পরপর জয়ের হ্যাটট্রিক করেছে নাইটরা। কেকেআরের অলরাউন্ডার মনে করেন, এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রয়েছে গৌতম গম্ভীরের। এই প্রসঙ্গে রমনদীপ বলেন, "গম্ভীর স্যার সবসময় আমাদের পেছনে থাকছেন। আমাদের ভরসা দিচ্ছেন। আমাদের সঙ্গে কথা বলছেন। খেলা সম্বন্ধে ওনার ধারনা স্বচ্ছ। আমরা ওনার জন্য এত ভাল খেলতে পারছি। সবাইকে তাঁদের ভূমিকা বুঝিয়ে দেন। আমি হাত খুলে খেলতে পছন্দ করি। উনি আমাকে সেই স্বাধীনতা দিচ্ছেন। উনি প্ল্যান করেন। তারপর অভিষেক নায়ার অনুশীলনে সেটা কার্যকরী করার চেষ্টা করেন।" মিচেল স্টার্ককে নিয়ে বারবার প্রশ্ন উঠছে। প্রত্যাশিত সাফল্য পাচ্ছেন না আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার। তারওপর শুক্রবার তাঁর খেলা নিয়ে ধোঁয়াশা আছে। গত দু"দিন ধরে নেটে প্র্যাকটিস করতে দেখা যায়নি তাঁকে। কিন্তু চোটের সম্ভাবনা উড়িয়ে দিলেন রমনদীপ। জানান, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই বল হাতে দেখা যায়নি অজি তারকাকে। টানা ব্যর্থতা সত্ত্বেও সতীর্থের পাশেই দাঁড়ালেন। রমনদীপ বলেন, "ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বল করেনি স্টার্ক। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হয় ও বল করবে কি করবে না। ক্রিকেট সময়ের খেলা। কারোর কোনও সময় খারাপ যেতেই পারে। স্টার্ক কিংবদন্তি। মাত্র কয়েকটা ম্যাচ দেখে ওকে বিচার করা যাবে না।" শুক্র সন্ধেয় নিজের রাজ্যের বিরুদ্ধেই নামবেন পাঞ্জাবের ছেলে। তবে আলাদা কোনও আবেগ কাজ করবে না বলেই দাবি করলেন। ইডেনে চারটের মধ্যে তিনটে ম্যাচ জিতেছে কেকেআর। পাঞ্জাবের বিরুদ্ধেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় নাইটরা। ছবি: অভিষেক চক্রবর্তী
  • Link to this news (আজকাল)