• SSC: যোগ্য-অযোগ্যদের তালিকা দেওয়া হয়েছিল আদালতে, দাবি এসএসসি-র চেয়ারম্যানের...
    আজকাল | ২৫ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রায় ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে তোলপাড় রাজ্য। এবার মুখ খুললেন এসএসসি-ক চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, হলফনামা আকারে যোগ্য-অযোগ্যদের তালিকা দেওয়া হয়েছিল আদালতে। ১৩ ডিসেম্বর প্রথম হলফনামা দেওয়া হয়। সেখানে থাকা একটি পয়েন্টে সন্তুষ্ট হয়নি আদালত। ফের হলফনামা দিতে বলা হয়। এরপর ১৮ ডিসেম্বর আরও একটি হলফনামা দেন তিনি। সেখানে নবম-দশমে ৭৭৫ জনের সুপারিশপত্র রুল ১৭ প্রয়োগ করে প্রত্যাহার বা বাতিল হয়েছিল, সেই তালিকাও দেওয়া হয়েছিল। খোদ এসএসসি-র চেয়ারম্যান হাই কোর্টে উপস্থিত হয়েছিলেন। ওই রিপোর্টে ৭৭৫ জনের নাম তো ছিলই। আরও ৩৩ জন, যাঁদের সুপারিশপত্র বাতিল করা হয়নি। ওএমআর নিয়ে সমস্যা ছিল, তাঁদের নাম রোল নম্বর জমা করা হয়। নবম-দশমের আরএ ১৮৩ জনের নাম দেওয়া হয়। যাদের কিছু সমস্যা ছিল। এদিকে একাদশ-দ্বাদশ শ্রেণির যে ৭৭১ জনের বিভিন্ন ইস্যু ছিল, তাঁদের নাম জমা দেওয়া হয়েছিল। অর্থাৎ, এসএসসি-র দাবি যোগ্য-অযোগ্যদের তালিকা দেওয়া হয়েছিল আদালতে। 
  • Link to this news (আজকাল)