• Weather: তাপপ্রবাহ চলবে, পাঁচ জেলায় জারি লাল সতর্কতা
    আজকাল | ২৫ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কলকাতা সহ দক্ষিণবঙ্গ তো বটেই, উত্তরবঙ্গের দুই জেলা উত্তর দিনাজপুর এবং মালদাতেও তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এরই মধ্যে দক্ষিণের পাঁচ জেলায় তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। জেলাগুলি হল ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। ‌কলকাতা–সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এর মধ্যে রয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনার জেলার কিছু অংশ রয়েছে। বেলা বাড়লে জেলাগুলিতে লু বইবে। আবার মালদা ও উত্তর দিনাজপুরে রয়েছে তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পারদ আরও ২–৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বুধবার তাপপ্রবাহ হয়েছে রাজ্যের ১৫টি জায়গায়। কলকাতা সহ ২০টি জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে। হাওয়া অফিসের যা ইঙ্গিত, তাতে গোটা এপ্রিল জুড়েই চলবে এই তাপপ্রবাহ। উত্তরের পাঁচ জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। 
  • Link to this news (আজকাল)