• Landslide:‌ টানা বৃষ্টির জেরে অরুণাচলে নামল ভূমিধস, ভেসে গেল জাতীয় সড়কের একাংশ ...
    আজকাল | ২৫ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ টানা বৃষ্টির জেরে অরুণাচল প্রদেশে নামল ভূমিধস। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই অরুণাচলে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জেরে পাহাড়ি ঝোরা নেমে এসে ভাসিয়ে নিয়ে গেল জাতীয় সড়কের একটা বড় অংশ। এটা ঘটনা, মঙ্গলবার রাত থেকে বৃষ্টির পরিমাণ বেড়েছে রাজ্যের ডিবাং ভ্যালিতে। ওই এলাকা দিয়ে গিয়েছে ৩৩ নম্বর জাতীয় সড়ক। গোটা অরুণাচলের সঙ্গে ডিবাং ভ্যালিকে জুড়েছে এই জাতীয় সড়ক। কিন্তু টানা বৃষ্টির জেরে পাহাড়ি ঝোরা নেমে আসে জাতীয় সড়কের উপর। হুনলি এবং আনিনির মাঝে নেমে আসা এই পাহাড়ি ঝোরার তোড়ে ভেসে গিয়েছে জাতীয় সড়কের একটা বড় অংশ। যার জোরে ডিবাঙের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে রাজ্যের অন্যান্য প্রান্তের।প্রসঙ্গত, ডিবাং হল চীন সীমান্ত লাগোয়া অরুণাচলের একটি জেলা। যদিও রাস্তা মেরামতের কাজ শুরু করেছে। জাতীয় সড়কের একাংশ ভেসে যাওয়ায় আপাতত যান চলাচল বন্ধ রাখা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, আগামী তিন দিন ওই সড়ক দিয়ে যাতায়াত বন্ধ রাখা হয়েছে। 
  • Link to this news (আজকাল)