• VANDE BHARAT: বন্দে ভারতে জলের অপচয় রুখতে অভিনব সিদ্ধান্ত নিল ভারতীয় রেল...
    আজকাল | ২৫ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বন্দে ভারত নিয়ে অভিনব সিদ্ধান্ত নিল ভারতীয় রেল কর্তৃপক্ষ। এবার থেকে বন্দে ভারতের যাত্রীদের ৫০০ মিলিলিটার অর্থাৎ আধ লিটারের জলের বোতল দেওয়া হবে। যদি তাঁদের আরও জলের প্রয়োজন হয় তবে অতিরিক্ত আরও একটি আধ লিটারের জলের বোতন যাত্রীদের দেওয়া হবে। এই দুটি জলের বোতল দিতে যাত্রীদের এক টাকাও খরচ করতে হবে না। বন্দে ভারতে জলের অপচয় রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় রেল। এতদিন পর্যন্ত এক লিটারের জলের বোতল দেওয়া হত বন্দে ভারতের যাত্রীদের। এই ব্যবস্থা রয়েছে রাজধানী এক্সপ্রেসেও। তবে রেল কর্তৃপক্ষের দাবি এই এক লিটারের জলের অপচয় করছেন যাত্রীরা। তাই এই ব্যবস্থা গ্রহণ করা হল। অনেকে মনে করছেন রাজধানীর মত বন্দে ভারত লম্বা সফর করে না বলেই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। প্রসঙ্গত, ২০১৯ সালে এমন ব্যবস্থাই নেওয়া হয়েছিল শতাব্দী এক্সপ্রেসে। বন্দে ভারতের উদ্বোধন ২০১৯ সালে করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্তমানে ভারতের ৪০ টি রুটে চলছে এই ট্রেন। 
  • Link to this news (আজকাল)