• Mohun Bagan: গোলের পর আত্মতুষ্টিই ডোবাল, মনে করছেন কাউকো
    আজকাল | ২৫ এপ্রিল ২০২৪
  • সম্পূর্ণা চক্রবর্তী, ভুবনেশ্বরহাবাসের দলের মিডফিল্ড জেনারেল জনি কাউকো। আইএসএলের দ্বিতীয় পর্বে চোট সারিয়ে মোহনবাগানে যোগ দেওয়ার পর মাঝমাঠের খোলনলচে বদলে যায়। কলকাতার প্রধানের সাফল্যের অন্যতম কান্ডারী ফিনিশ ফুটবলার। তবে আজকের দিনটা তাঁর ছিল না। যে ৭৫ মিনিট মাঠে ছিলেন, পুরোটাই অফ কালার। তাই মাঝমাঠের দখল ওড়িশার হাতে চলে যায়। একেবারেই দাগ কাটতে পারেননি কাউকো। একইসঙ্গে লিস্টন‌ কোলাসোও পুরো ব্যর্থ। যার ফলে ছন্নছাড়া ফুটবল বাগানের। যা পুরোপুরি অপ্রত্যাশিত লিগ শিল্ড জয়ীদের থেকে। তবে এখনও ফাইনাল হাতের নাগালেই রয়েছে। বাগানের অ্যাডভান্টেজ হল, পুরো অঙ্ক কষে নামতে পারবে সেমিফাইনালের ফিরতি লেগে। তাও আবার ৬০ হাজারি বাগান ভক্তের সামনে। তাই ফাইনালে যাওয়ার আশা ছাড়ছে না ফুটবলাররা। কাউকো বলেন, "নতুন ম্যাচ। আমরা ভাল খেলার বিষয়ে আশাবাদী। অবশ্যই আমরা ফাইনাল খেলতে চাই। গোল খাওয়ার পর আমরা ওদের ম্যাচে ফেরার সুযোগ করে দিই। কর্নার থেকে সমতা ফেরানোটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। আমার মনে হয় না আমরা তেমন খারাপ খেলেছি। ফুটবলে এমন হতেই পারে। কখনও আমরা জিতি, কখনও হারি। আশা করছি যুবভারতী সমর্থকে ঠাসা হবে। যেমন আমরা শেষ ম্যাচে দেখেছিলাম। এটা আমাদের বড় অ্যাডভান্টেজ।‌" ফাইনালের আশা দেখছেন শুভাশিস বসুও। বাগান অধিনায়ক বলেন, "আমরা ঘুরে দাঁড়াব। কলকাতায় হোম গ্রাউন্ডে ম্যাচ খেলে ফাইনালে পৌঁছব। যেমন মুম্বইকে হারিয়ে আমরা লিগ শিল্ড জিতেছিলাম। তেমন ওড়িশাকেও ঘরের মাঠে ফ্যানদের সামনে হারিয়ে ফাইনালে যাওয়ার চেষ্টা করব। আশা করছি পরের ম্যাচে আরও ভাল খেলব।" সেমিফাইনালের প্রথম লেগে হারলেও ঘরের মাঠে ফাইনালের ছাড়পত্র সংগ্রহ করতে বদ্ধপরিকর হাবাসের ছেলেরা। 
  • Link to this news (আজকাল)