• Rishabh Pant: সঞ্জু, রাহুলকে ছাপিয়ে দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন পন্থ
    আজকাল | ২৫ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: এপ্রিল শেষেই আসন্ন টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করা হবে। প্রথম উইকেটকিপার হিসেবে কি অনেকটাই এগিয়ে আছেন ঋষভ পন্থ? বোর্ডের সূত্র মারফত তেমনই জানা যাচ্ছে। দ্বিতীয় উইকেটকিপারের দৌড়ে সঞ্জু স্যামসন, কেএল রাহুল। আবার অনেকের ভোট দীনেশ কার্তিকের দিকে। তবে গুজরাটের বিরুদ্ধে ঝোড়ো ইনিংস যে ঋষভ পন্থকে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে দিল, সেটা বলার অপেক্ষা রাখে না। ৪৩ বলে ৮৮ রানের ইনিংস খেলেন দিল্লির অধিনায়ক। ৪৪ রানে ৩ উইকেট হারায় সৌরভ-পন্টিংয়ের দল। অক্ষর-ঋষভের পার্টনারশিপে ম্যাচে ফেরে দিল্লি। ৪৩ বলে ৬৬ করেন দিল্লির অলরাউন্ডার। আগের ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে পন্থের শুরুটা নড়বড়ে হলেও এদিন প্রথম থেকেই দারুণ ছন্দে ছিলেন। ৮টি ছক্কা হাঁকান। সঙ্গে রয়েছে ৫টি চার। স্ট্রাইক রেট ২০৪.৬। ৬৮ বলে ১১৩ রান যোগ করে এই জুটি। তাঁদের ব্যাটে ভর করে ৪ উইকেটে ২২৪ রান তোলে দিল্লি। ১৫ মাস পরে ভয়াবহ দুর্ঘটনা থেকে ফিরে আইপিএলের মঞ্চে ছন্দে ফেরেন পন্থ। তবে চলতি বছর এটাই তাঁর সেরা ইনিংস। ধীরে ধীরে নিজের চেনা ছন্দ ফিরে পাওয়ায় সন্তুষ্ট দিল্লির নেতা। ঋষভ পন্থ বলেন, "প্রত্যেক দিন আমি উন্নতি করছি। ভাল লাগছে। মাঠে প্রত্যেক মুহূর্তের মূল্য আছে। সবটাই আমার ভীষণ ভাল লাগছে। আমি নিজের একশো শতাংশ দেওয়ার চেষ্টা করি। তবে সেটা করতে কখনও একটু সময় লেগে যায়। ম্যাচে আমার প্রথম ছয় আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। উইকেটে যত বেশি সময় কাটাচ্ছি, তত মনোবল বাড়ছে।" ৩৪ বলে অর্ধশতরানে পৌঁছন ঋষভ। তারপর ঝড় তোলেন। মোহিত শর্মার শেষ ওভারে ৩১ রান নেন। তারমধ্যে শেষ তিন বলে ছয়ের হ্যাটট্রিক। এই ইনিংস নিঃসন্দেহে পন্থকে বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে দেবে।
  • Link to this news (আজকাল)