• Athens: ‌কমলা রঙের ধোঁয়াশায় ঢেকে গেল এথেন্সের আকাশ
    আজকাল | ২৫ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ সাহারা মরুভূমি থেকে উড়ে আসা ধোঁয়াশায় হঠাৎ ঢেকে গেল গ্রিসের রাজধানী এথেন্সের আকাশ। এর আগে চলতি মাসের শুরুতে গ্রিসের আকাশ একইরকম কমলা রঙে ছেয়ে গিয়েছিল, যা সুইজারল্যান্ড এবং দক্ষিণ ফ্রান্সের এলাকাগুলোতেও ছড়িয়ে পড়েছিল। গ্রিসের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ২০১৮ সালের পর গ্রিসে আঘাত হানা সাহারা মরুভূমির ধুলোঝড়ের পর এরকম ঘন মেঘ আর দেখা যায়নি। ধূলিকণার যে ঘনত্ব তা সূর্যের আলো এবং মানুষের দৃষ্টিসীমা হ্রাস করতে পারে। এছাড়া এই ভারী ধূলিকণার কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে লোকজনকে বাড়ির বাইরে বেশি সময় না কাটানোর পরামর্শ দিয়েছে প্রশাসন। প্রসঙ্গত, সাহারা মরুভূমি থেকে বছরে ৬০ থেকে ২০০ মেট্রিক টন খনিজ ধূলিকণা নির্গত হয়। এর মধ্যে ভারী ধূলিকণা দ্রুতই মাটিতে পড়ে যায়। কিছু কিছু ছোট কণা কখনো কখনো হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়ে। 
  • Link to this news (আজকাল)