• Saket Gokhale: সাকেতকে আয়কর দপ্তরের নোটিশ
    আজকাল | ২৫ এপ্রিল ২০২৪
  • বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলেকে নোটিশ পাঠাল আয়কর দপ্তর। ২০১৯-২০ সালের জন্য মঙ্গলবার তাঁকে দুটি নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় সংস্থা। এই নিয়ে গতমাসে তাঁকে মোট ১৫টি নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সাকেত। প্রধানমন্ত্রী মোদি এবং বিজেপির আত্মবিশ্বাস কমে যাওয়ার কারণেই কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি।সাকেত জানিয়েছেন, ৬ মাসের জন্য যে মামলায় তিনি জেলে ছিলেন, সেই ঘটনাতেই তাঁকে ফের আয়কর দপ্তরের নোটিশ পাঠানো হয়েছে। প্রসঙ্গত, তাঁর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি এক্স অ্যাকাউন্টে একটি পোষ্ট করার কারণে ১২ দিনের মধ্যে ৩টি এফআইআর দায়ের করা হয় সাকেতের বিরুদ্ধে। তৃণমূল সাংসদের দাবি, প্রধানমন্ত্রী মোদির ঘৃণা ভাষণের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষকে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর আহ্বান করার কারণেই তাঁকে হেনস্থা করতে ফের নোটিশ পাঠিয়েছে আয়কর দপ্তর। তিনি এক্স অ্যাকাউন্টে লিখেছেন, "প্রধানমন্ত্রী মোদির ঘৃণা ভাষণের বিরুদ্ধে দেশের মানুষকে নির্বাচন কমিশনে মেল করে অভিযোগ করার আহ্বান জানানোয় পূর্বাভাস মতো উপহার পেয়েছি।" তাঁর মতে, "মোদির কথায়, এটাই গণতন্ত্রের মাতৃভূমি। ৪০০ আসনের বিরাট প্রতিশ্রুতির জন্য তিনি বিভ্রান্ত হয়ে পড়েছেন। আসল ঘটনা হল, বর্তমানে আত্মবিশ্বাস তলানিতে।"  
  • Link to this news (আজকাল)