• রামকৃষ্ণ মঠ ও মিশনের নতুন অধ্যক্ষ স্বামী গৌতমানন্দ মহারাজ
    আজকাল | ২৫ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: স্বামী স্মরণানন্দ মহারাজের প্রয়াণের পর, নতুন অধ্যক্ষ হলেন স্বামী গৌতমানন্দ মহারাজ। নতুন অধ্যক্ষ পেল রামকৃষ্ণ মঠ ও মিশন। বুধবার মঠ ও মিশনের পক্ষ থেকে একথা জানানো হয়েছে আনুষ্ঠানিকভাবে। এর আগে তিনি মঠ ও মিশনের সহ-অধ্যক্ষ ছিলেন। স্বামী স্মরণানন্দ মহারাজ ছিলেন মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ। তাঁর পরে, সপ্তদশ অধ্যক্ষ হলেন,স্বামী গৌতমানন্দ। স্বামী স্মরণানন্দের প্রয়াণের পর, অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। এবার রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন তাঁকে নির্বাচিত করল স্থায়ী অধ্যক্ষ হিসেবে। স্বামী গৌতমানন্দ মহারাজ মিশনে যোগ দেন ১৯৫১ সালে। পরে দীর্ঘকাল তিনি থেকেছেন নানা রাজ্যে। দায়িত্ব সামলেছেন চেন্নাই মঠের প্রধান হিসেবেও।
  • Link to this news (আজকাল)