• KMC: পুরসভার উদ্যোগে নেতাজি নগরে পুকুর পুনরুদ্ধার
    আজকাল | ২৫ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পুকুর পুনরুদ্ধার নেতাজি নগরে। উদ্যোগী হল কলকাতা পুরসভা। প্রসঙ্গত, কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের জোড়া বাগানে দীর্ঘদিন ধরে আবর্জনা ফেলে পুকুর ভরাট করে দেওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগ গিয়ে পৌঁছয় মেয়র ফিরহাদ হাকিমের কাছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তৎপর হয়ে ওঠে পুরসভা। জলাশয় ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন মেয়র। এবার সেই পুকুর পুনরুদ্ধারের কাজে লেগে পড়ল কলকাতা পুরসভা। নেতাজি নগর থানার পুলিশের উপস্থিতিতে হচ্ছে কাজ। পুলিশের সঙ্গে রয়েছে কলকাতা পুরসভার পরিবেশ বিভাগের আধিকারিকরা। আজকাল ডট ইনকে এলাকার বাসিন্দা সুবীর ধর জানান, ১৯৮০ সালের পর থেকে এই পুকুরটি বিভিন্নভাবে ভরাট করার কাজ করা হচ্ছিল। তিনি জানান জায়গা জমির চাহিদা বাড়ার ফলে পুকুরের মালিক পুকুরটি ভরাট করে বিক্রি করে দিতে চাইছিলেন। নেতাজি নগর অঞ্চলের বাসিন্দা অরূপ মুহুরীর অভিযোগ, এরকম আরও কিছু পুকুর রয়েছে এই এলাকায়, যা ভরাট করে বাড়ি তুলে দেওয়া হয়েছে। এদিকে পুকুর ফিরে পেয়ে খুশি এলাকাবাসীরা।
  • Link to this news (আজকাল)