• SSC: হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য, এসএসসি ...
    আজকাল | ২৫ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: হাইকোর্ট রায় দিয়ে জানিয়ে দিয়েছে ২০১৬ সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়া বাতিল। তাতে এক ধাক্কায় চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজারের। যদিও আদালতের এই সিদ্ধান্তের পরেই চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। বুধবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল রাজ্য এবং এসএসসি। সূত্রের খবর তেমনটাই। সোমবার হাইকোর্ট এসএসসি মামলায় রায় দিয়ে জানায়, এক ধাক্কায় বাতিল প্রায় ২৬ হাজারের চাকরি। একই সঙ্গে জানানো হয়, যাঁরা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর চাকরি পেয়েছে, তাঁদের চার সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে বেতন। শুধু তাই নয়, বেতন ফেরত দিতে হবে ১২ শতাংশ সুদে। এই সিদ্ধান্তের বিরোধিতায় বুধবার দেশের শীর্ষ আদালতে স্পেশাল লিভ পিটিশন দায়ের করে স্কুল সার্ভিস কমিশন। দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে বলেই খবর সূত্রের। সূত্রের খবর, এদিন হাইকোর্টের সিদ্ধান্তের বিরোধিতায় রাজ্য সরকারের পক্ষ থেকেও একটি স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হয়েছে সুপ্রিম কোর্টে।
  • Link to this news (আজকাল)