• মহম্মদ সামিকে 'ভাই' সম্বোধন, ক্রিকেটারের এলাকায় প্রচারে গিয়ে 'আমি তোমাদেরই লোক' বার্তা মোদীর
    এই সময় | ১৯ এপ্রিল ২০২৪
  • লোকসভা ভোট শুরুর দিন উত্তর প্রদেশের আমরোহাতে লোকসভা ভোটের প্রচারে পৌঁছন নরেন্দ্র মোদী। এদিন প্রচারের মাঝে আচমকা তাঁর মুখে শোনা গেল ক্রিকেটার মহম্মদ সামির নাম। সম্প্রতি শেষ হওয়া ওয়ার্ল্ড কাপের প্রসঙ্গ উত্থাপন করে নমো বলেন, 'কামাল পারফর্ম্যান্স দেখিয়েছিলেন ভাই মহম্মদ সামি।'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সভামঞ্চ থেকে বলেন, 'আমরোহা কেবলমাত্র ঢোল নয় দেশের ডঙ্কাও বাজিয়ে দেবে। ক্রিকেট বিশ্বকাপে ভাই মহম্মদ সামি যে কামাল দেখিয়েছিলেন, তা গোটা বিশ্ব উপভোগ করেছিল। দুর্দান্ত পারফর্ম্যান্সের জন্য কেন্দ্র সরকার তাঁকে অর্জুন খেলরত্ন পুরস্কারে ভূষিত করেছে।' উত্তর প্রদেশের ঘরের ছেলে মহম্মদ সামিকে নিয়ে মোদীর প্রশংসা আদতে নিজেকে ঘরের লোক প্রমাণ করার চেষ্টা বলে ইতিমধ্যেই কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধী শিবির। লোকসভার প্রচারে তাঁকে 'ভাই' বলে সম্বোধন মোদীর রাজনৈতিক স্ট্যান্ট বলে খোঁচা দিয়েছে বিরোধীরা।

    উল্লেখ্য, এর আগেও সামির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন নরেন্দ্র মোদী। অজিদের কাছে বিশ্বকাপ ফাইনালের হারে ১৪০ কোটি ভারতবাসীর স্বপ্ন ধুলোয় মিশে যায়। মনমরা, বিষণ্ণ হয়ে যায় ভারতীয় ড্রেসিং রুম। সে সময় টিম ইন্ডিয়াকে নিজস্ব ঢঙে পেপ টক দেন প্রধানমন্ত্রী। আবেগঘন মহম্মদ সামিকে বুকে টেনে প্রধানমন্ত্রী।' সেই মুহূর্তের ভিডিয়ো হু হু করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। রাজনৈতিক মহল যদিও সেটিকে নরেন্দ্র মোদীর স্ট্যান্ট বলে কটাক্ষ করে তরজা শুরু করে। তাঁর এই টাইট হাগ কিছুটা হলেও যেন অনুপ্রেরণা জুগিয়েছিল সে সময়ের বিষন্ন মেন ইন ব্লুকে।

    প্রসঙ্গত, ধ্বাংসাত্মক বোলিং করার পরও ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে ব্যর্থ হয়েছিলেন মহম্মদ সামি।
  • Link to this news (এই সময়)