• আমেরিকার আপত্তি উড়িয়ে ইরানে পাল্টা হামলা চালাল ইজরায়েল
    বর্তমান | ১৯ এপ্রিল ২০২৪
  • তেহরান, ১৯ এপ্রিল: আমেরিকার নিষেধ শুনল না ইজরায়েল। ইরানে পাল্টা হামলা চালাল তেল আভিভ। যার ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ, শুক্রবার ভোরে আচমকাই ইসফাহান এলাকায় ইজরায়েলি সেনা ড্রোন হামলা চালায়। ইরানের একটি বিমানবন্দরে বিস্ফোরণের খবরও পাওয়া যায়। যদিও ইজরায়েলি সেনার হামলা দক্ষতার সঙ্গে রুখে দেয় ইরান। কিন্তু পরিস্থিতি অশান্ত হতে শুরু করেছে। সূত্রের খবর, বেশ কয়েকটি বিমান পরিষেবা বাতিল করেছে তেহরান। আবারও হামলা চালাতে পারে তেল আভিভ তাই ইতিমধ্যেই এয়ার ডিফেন্স সিস্টেমকে সক্রিয় করে দিয়েছে ইরান সরকার। ইরানের দাবি, এদিন ভোরে ইসফাহানের আকাশে তিনটি ড্রোন দেখা যায়। সঙ্গে সঙ্গে এয়ার ডিফেন্স সিস্টেম ড্রোনগুলি আকাশেই ধ্বংস করা দেয়। সেই সময়েই কোনও একটি কারণে ইসফাহান বিমানবন্দরে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের জন্য ইজরায়েলকে দায়ী করতে নারাজ তেহরান। যদিও আমেরিকার সংবাদমাধ্যম জানিয়েছে, তেল আভিভই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যার ফলে ইসফাহান বিমানবন্দরে বিস্ফোরণ ঘটে। উল্লেখযোগ্য বিষয় হল, ইরানের ওই এলাকাতে নাতাঞ্জ সহ কয়েকটি পরমাণু গবেষণা ও ইউরেনিয়াম পরিশোধন কেন্দ্র রয়েছে। ইজরায়েলি সেনার লক্ষ্যবস্তু ওই জায়গাগুলিই ছিল কী? প্রশ্ন উঠছে। ইসফাহান ইরানের স্পর্শকাতর এলাকা গুলির মধ্যে অন্যতম। সেখানেই হামলা চালিয়ে ইরানকে চ্যালেঞ্জ জানাল ইজরায়েল, এমনটাই প্রশ্ন বিশেষজ্ঞদের। সিরিয়ার দামাস্কাসে ইরানের দূতাবাসের অ্যানেক্স বিল্ডিংয়ে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয় এক মিলিটারি কমান্ডার এবং ছ’জন অফিসারের। সেই হামলার দায় ইজরায়েলের উপর চাপায় ইরান। তেহরান জানায় খুব শীঘ্রই পাল্টা দেবে তারা। তারপরেই গত সপ্তাহে ইজরায়েলে প্রায় ৩০০ টির বেশি ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। যদিও আমেরিকা এবং ব্রিটেনের মতো দেশের সাহায্যে ইরানের ৯৯ শতাংশ ড্রোনকে ধ্বংস করা হয়। এড়ানো যায় বড় ক্ষয়ক্ষতি।
  • Link to this news (বর্তমান)