• মোদিকে টেক্কা দিতে পারেন মমতাই, মত কোটার বাঙালিদের
    বর্তমান | ১৯ এপ্রিল ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কোটা: ভোট কোটা’র হলেও বেঙ্গলি কলোনিতে শুরু হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনা। ধানমান্ডির বেঙ্গলি কলোনি। মূলত তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে আসা উদ্বাস্তু। দমদম, বসিরহাট, যাদবপুর, কৃষ্ণনগরের মতো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আত্মীয়স্বজন। যদিও যাতায়াত কম। ফোনেই যোগাযোগ। যাওয়া হয় না। কোটাতেই কেটে যাচ্ছে লড়াকু জীবনের সময়টা। আপশোসের সুর সুমন্ত্রর গলায়। 

    কেউ চালান টায়ারের দোকান। কারও লোহার ওয়েল্ডিংয়ের ব্যবসা। কেউ খুলেছেন ইলেকট্রিকের দোকান। কারও চায়ের গুমটি কলোনির কালীমন্দিরের কাছে। বস্তির ১০০ ঘরের ঘুপচিতে পরিবার নিয়ে বাস। তাদের সংগ্রামী জীবনের অন্যতম মডেল মমতা। তৃণমূলনেত্রীর লড়াকু, হার না-মানা মনোভাব। 

    ভোট কভারেজে এসেছি শক্তিনগর। লোকসভার বিদায়ী স্পিকার ওম বিড়লার বাড়ি। সেখানেই সন্ধান মিলল বেঙ্গলি কলোনির। ওম বিড়লাই বললেন, ‘ইঁহা হমারে কন্সটিটুয়েন্সি মে বেঙ্গলি ভোটার ভি রহেতে হ্যায়।’ শুনেই বাড়ল কৌতুহল। চললাম প্রবাসে বাঙালির খোঁজে। আড়াই-তিন কিলোমিটার দূরে নিউ ধানমান্ডি। পিছনের গলিতে কালীমন্দির। লাগোয়া কলোনি। সেখানেই কেটে যাচ্ছে বছরের পর বছর। সেই সত্তর সাল থেকে। জানালেন বাসিন্দারা। ছাউনি, দাদাবাড়ি, গণেশ নগর, নয়াপাড়ার মতো ২১ বাঙালি বস্তি রয়েছে কোটায়। হয় দুর্গা পুজোও। 

    আসার পর এখানেই ঠাঁই দিয়েছিলেন প্রয়াত ইন্দিরা গান্ধী। যদিও এখনকার প্রজন্মের মুখে মোদি মোদি। তাই নিয়ে বাপ ঠার্কুদার সঙ্গে তর্ক বাঁধে অভিষেক সাহা, অভিজিৎ মণ্ডলের মতো তরুণ প্রজন্মের। কালীপদ সাহা, অমিত সাহার মতো বয়ষ্কদের সওয়াল, ইন্দিরা গান্ধী বিপদের দিনে ঠাঁই দিয়েছিলেন বলেই বেঁচে গেলি রে। এখনকার মধ্যে মনের মতো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

    ‘চিনি ছাড়া, নাকি মিষ্টি?’ চায়ের পাতা চড়াতে চড়াতে সুমন্ত্র রায় বললেন, ‘মমতার মতো দমদার (মজবুত) নেত্রীই পারেন মোদিকে টক্কর দিতে। লড়ে কী করে জায়গা করতে হয়, দেখিয়ে দিয়েছেন। বাংলায় তো মমতা অনেক কিছু দিয়েছেন শুনি। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী।’ তাল কাটলেন বিশ্বনাথ বিশ্বাস। ‘সন্দেশখালিতে কী গোলমাল হয়েছে। টিভিতে দেখছিলাম। স঩ত্যি কি?’ প্রতিবেদককেই পড়তে হল প্রশ্নের মুখে। যদিও কিছু বলার আগেই শচীন সাহা শুরু করেন, ‘সিপিএম তো বাংলাকে শেষ করে দিয়েছিল। মমতা  ঘুরে দাঁড় করাচ্ছেন বলে শুনি। আর এদিকে কংগ্রেস তো ঘুরে দাঁড়াতেই পারছে না। প্রণব মুখোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করলে মোদিও আসত না। আমরাও মেহেঙ্গাইয়ের মারে পড়তাম না।’ নিজের মনেই গজরাচ্ছেন, সোনিয়া গান্ধী ভুল করেছেন। এখন ফল ভুগছেন। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)