• কৃষকদের রেল রোকো কর্মসূচি, বিপর্যস্ত নর্দার্ন রেলের পরিষেবা
    বর্তমান | ১৯ এপ্রিল ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবারও কৃষক বিক্ষোভ। ফের আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পাঞ্জাব এবং হরিয়ানার সীমান্ত এলাকাগুলি। তবে এবারে এর সঙ্গে জুড়ে গেল রেল স্টেশন এবং রেলওয়ে ট্র্যাকও। দু’দিন ধরে দফায় দফায় আন্দোলনকারী কৃষকদের রেল অবরোধকে কেন্দ্র করে রীতিমতো তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চরম বিপর্যস্ত হয়ে পড়েছে রেল পরিষেবাও। বৃহস্পতিবার পাঞ্জাব এবং হরিয়ানাগামী অন্তত ১০০টি ট্রেনের চলাচল ব্যাহত হয়েছে। এর মধ্যে যেমন দূরপাল্লার মেল, এক্সপ্রেস ট্রেন আছে, তেমনই প্যাসেঞ্জার ট্রেনও রয়েছে। বৃহস্পতিবার একথা জানিয়েছে নর্দার্ন রেল। এমএসপিকে আইনের আওতায় নিয়ে আসার দাবি তো ছিলই। এবার এর সঙ্গে যুক্ত হয়েছে গ্রেপ্তার হওয়া আন্দোলনকারী চাষিদের নিঃশর্ত মুক্তির দাবিও। আপাতত এই ইস্যুতেই মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন বিক্ষোভকারীরা। 

    হরিয়ানা এবং পাঞ্জাবে বিজেপি প্রার্থীদের নির্বাচনী প্রচারেও কৃষকরা বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেছে গেরুয়া শিবির। পাল্টা আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, বৃহস্পতিবার পাঞ্জাবে বিজেপির একটি নির্বাচনী সভা থেকে কৃষকদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয়েছে। বেশ কয়েকজন কৃষক আহতও হয়েছেন বলে অভিযোগ। রাজনৈতিক সূত্রের দাবি, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এব্যাপারে ইতিমধ্যেই হস্তক্ষেপ করেছে। হরিয়ানা এবং পাঞ্জাবের বিজেপি রাজ্য নেতৃত্বকে স্পষ্ট নির্দেশ দিয়ে বলা হয়েছে, অবিলম্বে এর সুরাহার ব্যবস্থা করতে হবে। কারণ ভোট পরিস্থিতিতে আর কোনও জটিলতা চাইছে না বিজেপির নেতৃত্ব। পাশাপাশি পাঞ্জাব এবং হরিয়ানাজুড়ে আন্দোলনকারী কৃষক সংগঠনগুলির রাস্তা রোকো কর্মসূচিও চলছে দফায় দফায়।
  • Link to this news (বর্তমান)