• ভুয়ো শংসাপত্র দিয়ে ডাক্তারিতে ভর্তি! হলফনামা তলব
    বর্তমান | ১৯ এপ্রিল ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভুয়ো শংসাপত্র দিয়ে ডাক্তারি কোর্সে (এমবিবিএস) ভর্তি হলে তা সামাজিক অপরাধ। এই অপরাধের সঙ্গে যুক্ত আধিকারিকদেরও জেলে ভরা উচিত। এমবিবিএস-এ ভুয়ো শংসাপত্র দাখিল করার অভিযোগে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় বৃহস্পতিবার এমনই মন্তব্য করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিন মামলার শুনানিতে মামলাকারীর তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য দাবি করেন, ভুয়ো জাতিগত শংসাপত্র দিয়ে ডাক্তারিতে ভর্তি হওয়ার ঘটনা রাজ্যজুড়ে ঘটেছে। প্রধান বিচারপতি এই বক্তব্য শুনে বলেন, শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশে এটি একটি সমস্যা। এরপরই বিষয়টি নিয়ে রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দেয়, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
  • Link to this news (বর্তমান)