• এবার গরমের ছুটিতে অনলাইন ক্লাসের পরিকল্পনা বহু স্কুলের
    বর্তমান | ১৯ এপ্রিল ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তাপপ্রবাহের জন্য অনির্দিষ্টকাল ছুটি পড়ে গিয়েছে সরকারি ও সরকার-পোষিত স্কুলগুলিতে। বৃহস্পতিবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে শিক্ষাদপ্তর। একই সঙ্গে সিআইএসসিই এবং সিবিএসই কর্তাদেরও এই নির্দেশিকা পাঠিয়েছে বিকাশ ভবন। এই অবস্থায় তড়িঘড়ি বৈঠক ডাকছে বেসরকারি স্কুলগুলি। অধিকাংশই ছুটি না দিয়ে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নিচ্ছে বলে খবর। পাশাপাশি, যথাসময়ে সিলেবাস শেষ করার জন্য বেশকিছু সরকারি স্কুলও অনলাইন ক্লাসের পথে হাঁটছে। সরকারি স্কুলগুলির তালিকায় রয়েছে ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন, শ্যামবাজার পার্ক ইনস্টিটিউশন, যোধপুর পার্ক বয়েজ স্কুল-সহ আরও বেশকিছু প্রতিষ্ঠান। অভিনব ভারতী, ভারতীয় বিদ্যাভবনের মতো বেসরকারি স্কুলও একই পথে হাঁটছে। তবে, এক্ষেত্রে ফের করোনাকালের মতো বৈষম্যের আশঙ্কা করছে শিক্ষক মহল। প্রত্যন্ত এলাকার স্কুলগুলিতে এই ব্যবস্থা চালুর বিভিন্ন অসুবিধা রয়েছে। শহরাঞ্চলের স্কুলে এই ব্যবস্থা চালু হলে গ্রামের ছেলেমেয়েরা পিছিয়ে পড়বে না তো, এই প্রশ্নও উঠছে। 

    বিভিন্ন শিক্ষক সংগঠন হঠাৎ এই গরমের ছুটির জটিলতা এড়াতে পুরনো হিসেবে ৮৫ দিন বা ৯০ দিন ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বিকাশ ভবন এবং মধ্যশিক্ষা পর্ষদকে। আর কোন সময় কতদিন ছুটি দেওয়া হবে, তার এলাকাভিত্তিক সিদ্ধান্ত নেওয়া হোক, এমন দাবিও জানিয়েছে তারা। প্রসঙ্গত, উত্তরবঙ্গে তাপপ্রবাহ না-থাকার ফলে সেখানে গরমের ছুটি এগিয়ে আনা হয়নি। তবে, লোকসভা নির্বাচনের জন্য সেখানে পূর্ব ঘোষিত ছুটি থাকছে।
  • Link to this news (বর্তমান)