• ইউপিএসসিতে শিলিগুড়ির মেয়ে রীতিকার র‌্যাঙ্ক ২৫
    বর্তমান | ১৯ এপ্রিল ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ইউপিএসসিতে সাফল্য পেয়েছেন শিলিগুড়ির আরও এক ছাত্রী। তাঁর নাম রীতিকা ভার্মা। তিনি মা বাবার সঙ্গে শিলিগুড়ি শহরের বাবুপাড়ায় ভাড়াবাড়িতে থাকেন। তাঁর বাবা রাজেশ কুমার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সিনিয়ার রিজিয়নাল ম্যানেজার। আর মা রজনী ভার্মা গৃহবধূ। এই দম্পতির আসল বাড়ি বিহারের পাটনায়। তাঁদের দুই ছেলেমেয়ের মধ্যে রীতিকা বড়। স্নাতক করার পর ছেলেও চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, পাটনা থেকে মাধ্যমিক পাশ করার পর রীতিকা দিল্লি পাড়ি দেন। সেখানে তিনি উচ্চমাধ্যমিক ও স্নাতক পাশ করেন। পাশাপাশি ইউপিএসসি’র জন্য প্রস্তুতি নেন। এবার ইউপিএসসি পরীক্ষায় তিনি সফল হয়েছেন। তাঁর র‌্যাঙ্ক ২৫। রীতিকার বাবা বলেন, দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে মেয়ে এই সাফল্য পেয়েছে। সে ইউপিএসসিতে ২৫ র‌্যাঙ্ক করেছে।‌ মেয়ের এই সাফল্যে আমরা গর্বিত। প্রসঙ্গত, দু’দিন আগেই শিলিগুড়িতে ইউপিএসসিতে সফল তিন ছাত্রছাত্রীর হদিশ মেলে। এবার আরও এক ছাত্রীর হদিশ মিলল। এনিয়ে এবার ইউপিএসসিতে সফল হয়েছেন চারজন।  রীতিকা ভার্মা
  • Link to this news (বর্তমান)