বাংলা কবিতা

  • নীল প্রতিশোধ
    - পিনাকী ঠাকুর
  • কবিতা, তোমার কাছে চাকরি খুঁজতে গেছি 
               কতবার 
    নিজের কলিজা বেচে চলে গেছি জুয়ার আসরে।
    এখন সীমান্ত থেকে ভেসে আসে মর্টার আর 
            গুলির আওয়াজ 
    নিজের আঙুল কামড়ে রক্ত খায় অক্ষমের 
         নীল প্রতিশোধ 
    সারারাত জেগে থেকে অন্ধকার, যদি 
    মাটির নীচ থেকে ঠং করে উঠে আসে 
    কোম্পানির আমলের যক্ষে আগলানো মুদ্রা 
                                                যদি...