বাংলা কবিতা

  • বৃত্ত
    - প্রণবেন্দু দাশগুপ্ত
  • আমি যেখানেই যাই
    কিছু পরে
    বৃত্তের ভেতরে ফিরে আসি ।
     
    বুক বাঁধি, বাইরে যেতে চাই,
    স্রোতের আঘাতে তবু কুটোর মতন ভেসে মরি-
    আমার সমস্ত ক্ষত বিন্দু বিন্দু ঝরে যায় জলে ।
     
    আমি যেখানেই যাই
    ফিরে এসে
    বৃত্তের ভেতরে কড়া নাড়ি !
     
    কে আছ? ঈশ্বর? নারী?
    নাকি আমারই আয়নার জোড়াতালি?
    বৃত্তের পরিধি ক্রমে বড় হয় –
    আরো বড়, আরো বড়, আরো ।।