বাংলা কবিতা

  • কথায় কথায়
    - তারাপদ রায়
  • ছবির মতো আকাশ,

    আর আকাশের নিচে সেই বোকা মানুষ

    যার কথায় কথায় চোখে জল আসে।

    আর যখন চোখে জল নেই,

    তখন চোখের মণিতে

    এক ছায়াভরা বুড়ো আম গাছের নীচে

    বিরাট দুপুর, আটচালা ঘরের বারান্দায়

    মানুষজন রং-বেরং বিড়ালের ছানা

    উঠোন থেকে খড়ের টুকরো মুখে করে

    ছুটে পালাচ্ছে ছাই ছাই ধানি ইঁদুর।


    এ ছবির কোথাও সে নেই।

    তবুও আটচালা ঘর, রঙিন বিড়াল

    আর ধানি ইঁদুরের ত্রস্ত চলা ফেরা

    সারা দুপুর বারান্দায় কারা সুপুরি কাটছে

    ধান থেকে চাল কুটো বাছছে তো বাছছেই।

    কথায় কথায় তার চোখে জল আসে।