বাংলা কবিতা

  • জনৈক বাঙালির বক্তব্য
    - শ্রীজাত
  • আমার কান্ট্রির মতো কান্ট্রি নাই টোটাল ভুবনে।

    তারও মধ্যে, দেখতে গেলে, ওয়েস্ট বেঙ্গল ইজ দি বেস্ট।

    কালচারই বলো আর আর্টই বলো, আনবিলিভেবল!

    মিউজিক, অ্যাকটিং, পোয়েট্রি, ফিল্ম মেকিং, থিয়েটার, রোমান্স

    আমাদের ব্লাডে আছে। আফটার অল, আমরা অন্য জাত।

    হ্যা, মানছি পোভার্টি আছে, ডার্টি পলিটিকস আছে, তবু

    ইংরেজিতে না চেঁচিয়ে, বুকে হাত দিয়ে বলো দেখি -

    বেঙ্গলী ভাষার মতো সুইট ভাষা আছে, পৃথিবীতে?