বাংলা কবিতা

  • বিষাদ
    - আবুবকর সিদ্দিক
  • যে শব্দ আমার নয় তাকে আমি কেন ব্যবহার করব 
    এমন সোনার বরণ কাঁচা দুঃখের মন্ডপে 
    এমন বিসর্জনেও যে বাজতে পারে না 
    কেন তাকে রিপু করব খাগের কলমে 
    দুঃখ আমার চিরকুমার থাক
    নিজের জলে নিজেই নদী কাটুক যদি পারে।