বাংলা কবিতা

  • এক দুই
    - আলোক সরকার
  • যারা দূরে সরে যায়
                তাদের দিকে আমার অপছন্দ।
    হাওয়াকে বলি, তুমি দূরে সরে যাও কেন?
                দূরে যাওয়া ভালো নয়।
    নদীর জলকে বলি তুমি দূরে চলে যাচ্ছ কেন?
               দূরে যাওয়া ভালো নয়।
     
    ফুলগাছকে ছেড়ে ভেসে যাচ্ছে, পথিক
                এক দেশ থেকে অন্য দেশে।
    আমি একটা বড় থাকার কথা ভাবি
                যা কোনোদিন ফুরোয় না।
    সকালবেলা উঠে দেখি পাহাড়টা ঠিক জানলার সামনে,
    স্থলপদ্ম ঠিক আগের মতো
    আর সেই মৌমাছিগুলো তারা ভোর সকালেই এসে হাজির।
    কত বড় একটা ধ্বনি বেজে ওঠে না! এক দুই তারপর
                তিন চার।