বাংলা কবিতা

  • মায়ের গান
    - জহর সেন মজুমদার
  • মৃত্যুর পর আমি সেই বিশাল গৃহটির ভিতরে 
    প্রবেশ করি, দেখি, বাবা মন দিয়ে 
    হারমোনিয়াম বাজাচ্ছে - বাবার একটিও 
    আঙুল নেই - মা গান করছে - মায়ের 
    গলার কাছটায় অতিকায় একটি সাপ 
    ছোবল মারছে - মায়ের গান থামছে না - 
    ভাইবোনেরা নক্ষত্ররূপে ফুটে উঠলো 
    গানের উপর ; এই গান 
            আমার চক্ষু থেকে ঘুম তাড়িয়ে দেয় 
    আর হারমোনিয়ামের বাক্সের ভিতর থেকে 
    ফুঁসতে ফুঁসতে বাইরে আসছে অজস্র জল 
    জলের নখদাঁতচোখ রয়েছে - 
            জলের উপর মায়ের গান নৌকা হয়ে দুলছে 
                   আমার ঘুম বহু ঘুম হয়ে 
            নৌকার তলদেশ কামড়ে ধরেছে।